মঙ্গলবার,১০ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » সুসম্পর্কের জন্য সংখ্যালঘুদের প্রতি ন্যায়বিচার প্রয়োজন: হেফাজতে ইসলাম


সুসম্পর্কের জন্য সংখ্যালঘুদের প্রতি ন্যায়বিচার প্রয়োজন: হেফাজতে ইসলাম


পূর্বাশা বিডি ২৪.কম :
২৮.১১.২০২৪

সংখ্যালঘুদেরসুসম্পর্কের জন্য সংখ্যালঘুদের প্রতি ন্যায়বিচার প্রয়োজন: হেফাজতে ইসলাম

ডেস্ক রিপোর্ট:

ভারতের উত্তর প্রদেশের সামভাল এলাকায় সম্প্রতি একটি ঐতিহ্যবাহী মসজিদ দখলের চেষ্টা নিয়ে বিরোধ দেখা দেয়। এ নিয়ে স্থানীয় মুসল্লিরা প্রতিবাদ জানালে পুলিশ গুলি চালায়, এতে তিন মুসল্লি নিহত হন। এই ঘটনা নিয়ে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী ও মহাসচিব আল্লামা শায়েখ সাজেদুর রহমান।

বৃহস্পতিবার দুপুরে সংগঠনের কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদীর পাঠানো এক বিবৃতিতে তারা এ নৃশংস ঘটনার নিন্দা জানান।

বিবৃতিতে তারা বলেন, “উত্তর প্রদেশের সামভাল এলাকায় শতাব্দী পুরনো ঐতিহাসিক একটি জামে মসজিদের জমি দখলের ষড়যন্ত্র করছে উগ্র হিন্দুত্ববাদীরা। মুসল্লিরা এর প্রতিবাদ করতে গেলে আদিত্যনাথের নেতৃত্বাধীন পুলিশের গুলিতে তিনজন মুসল্লি শহিদ হন। আমরা এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।”

তারা আরও বলেন, “প্রতিবেশী হিসেবে ভারতের সঙ্গে বাংলাদেশের সুসম্পর্ক বজায় রাখতে হলে ভারত সরকারকে সংখ্যালঘু মুসলিমদের ওপর নিপীড়ন বন্ধ করতে হবে। নিজেদের নাগরিকদের ওপর এমন নৃশংসতা যারা চালায়, তাদের প্রতিবেশী হিসেবে মেনে নেওয়া কঠিন। ভারতের শাসকগোষ্ঠীকে সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং সামগ্রিক ফ্যাসিবাদী ও আধিপত্যবাদী নীতি থেকে সরে আসতে হবে।”

হেফাজতের নেতারা ভারতের বর্তমান শাসনব্যবস্থার সমালোচনা করে বলেন, “ভারত ইসরাইলি কায়দায় মুসলমানদের জমি দখল ও মসজিদ ভাঙার মতো কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এমনকি প্রতিবেশী রাষ্ট্রের শাসকগোষ্ঠীকে সমর্থন দিয়ে নিজেদের আধিপত্যবাদী নীতি প্রকাশ করছে। এসব বন্ধ না হলে দক্ষিণ এশিয়ার কোনো দেশই তাদের বন্ধু হিসেবে মেনে নিতে পারবে না।”

তারা আরও বলেন, “ভারতে নিয়মিত মসজিদ ও মুসলিম বাড়িঘর গুঁড়িয়ে দেওয়ার ঘটনা ঘটছে। এটি বন্ধে ভারত সরকারকে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে। প্রতিবেশী রাষ্ট্রে দাঙ্গা লাগানোর উসকানি দেওয়ার অপচেষ্টা থেকেও বিরত থাকতে হবে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি