মঙ্গলবার,১০ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » আইনজীবী আলিফের পরিবারের জন্য কোটি টাকার ফান্ড গঠন করা হয়েছে: উপদেষ্টা


আইনজীবী আলিফের পরিবারের জন্য কোটি টাকার ফান্ড গঠন করা হয়েছে: উপদেষ্টা


পূর্বাশা বিডি ২৪.কম :
২৯.১১.২০২৪

আইনজীবী আলিফের পরিবারেরআইনজীবী আলিফের পরিবারের জন্য কোটি টাকার ফান্ড গঠন করা হয়েছে: উপদেষ্টা

ডেস্ক রিপোর্ট:

আইনজীবী সাইফুল ইসলামের পরিবারের ভরণপোষণের জন্য একটি ফাউন্ডেশনের মাধ্যমে এক কোটি টাকার তহবিল গঠন করা হয়েছে, জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের ধর্মবিষয়ক উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন।

শুক্রবার (২৯ নভেম্বর) সকালে চট্টগ্রামের চিন্ময় কৃষ্ণ দাসের সমর্থকদের হামলায় নিহত সাইফুল ইসলামের গ্রামের বাড়ি চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি ফারাঙ্গা এলাকায় গিয়ে তিনি এই কথা বলেন। এ সময় তার সঙ্গে প্রাথমিক ও গণশিক্ষাবিষয়ক উপদেষ্টা বিধান রঞ্জন রায় পোদ্দারও উপস্থিত ছিলেন।

ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন বলেন, সাইফুল ইসলামের হত্যাকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া হবে। সেটি যদি ব্যক্তি হন বা সংগঠন, ভিডিও ফুটেজ দেখে অপরাধীদের শনাক্ত করে শাস্তি নিশ্চিত করা হবে।

তিনি আরও বলেন, গুজব থেকে আমাদের সজাগ থাকতে হবে। শান্তি, শৃঙ্খলা, সম্প্রীতি-সৌহার্দ্য যেন বিনষ্ট না হয়, সেদিকে সতর্ক থাকতে হবে। বর্তমানে সরকারকে বেকায়দায় ফেলার জন্য দেশি-বিদেশি কিছু গোষ্ঠী তৎপর রয়েছে। তবে আমরা কোনোভাবেই আমাদের অভ্যন্তরীণ সৌহার্দ্য, সম্প্রীতি, শান্তি ও শৃঙ্খলা বিনষ্ট করার কোনো ফাঁদে পা দেব না।

প্রাথমিক ও গণশিক্ষাবিষয়ক উপদেষ্টা বিধান রঞ্জন রায় পোদ্দার বলেন, “আপনারা লক্ষ্য করেছেন, সন্দেহভাজন অনেকেই ইতোমধ্যে গ্রেফতার হয়েছে। সুতরাং আমরা সরকারের পক্ষ থেকে কঠোর পদক্ষেপ গ্রহণ করেছি। বিষয়টির সুষ্ঠু তদন্ত হবে এবং অপরাধীরা উপযুক্ত শাস্তি পাবে, এ ব্যাপারে সবাই নিশ্চিত থাকতে পারেন।” তিনি সকলকে শান্তি বজায় রাখার আহ্বান জানান।

এছাড়া, দেশি-বিদেশি কোনো ষড়যন্ত্রের সন্দেহ থাকলে সাংবাদিকদের প্রশ্নে তিনি বলেন, “ডেফিনেটলি, সব সময় থাকে। আমাদের বার্তা হলো—আমরা সংহতি বজায় রাখব, তাহলে কেউ আমাদের বিরুদ্ধে কিছু করতে পারবে না।”



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি