নির্বাচন ব্যবস্থা সংস্কারে যৌক্তিক সময় দিতে হবে: বদিউল আলম মজুমদার
নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ও সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক ড. বদিউল আলম মজুমদার বলেছেন, পূর্বে অনেক সংস্কার কমিটি গঠন করা হলেও তারা কার্যকর কোনো পরিবর্তন আনতে পারেনি। সঠিক সংস্কার হলে ৫ আগস্টের মতো ঘটনার পুনরাবৃত্তি হতো না। তাই এবারের সংস্কার প্রক্রিয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার জন্য কিছু সময় দিতে হবে।
শুক্রবার (২৯ নভেম্বর) এফডিসিতে “সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচন, প্রার্থী ও নাগরিকের ভূমিকা” শীর্ষক ছায়া সংসদে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ড. মজুমদার বলেন, অতীতের তিক্ত অভিজ্ঞতা যেন আর ফিরে না আসে, এজন্য যৌক্তিক সময় দিয়ে সংস্কার করতে হবে। আমাদের সুপারিশগুলো নিয়ে অন্তর্বর্তী সরকার রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করবে। এরপর একটি সুনির্দিষ্ট রোডম্যাপ তৈরি হবে, যা সকলের ঐকমত্যের ভিত্তিতে হবে। এই রোডম্যাপ অনুযায়ী নির্বাচন হবে এবং এতে সময় খুব গুরুত্বপূর্ণ।
তিনি আরও বলেন, আমরা আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে আমাদের সংস্কার সুপারিশ সরকারের কাছে জমা দেবো। এরপর রোডম্যাপ প্রণয়ন শুরু হবে।
নির্বাচন ব্যবস্থা সংস্কারের প্রক্রিয়া সম্পর্কে তিনি বলেন, একটি সুষ্ঠু নির্বাচনের জন্য অনেকগুলো অংশীজনের ভূমিকা গুরুত্বপূর্ণ। এর মধ্যে নির্বাচন কমিশন সবচেয়ে গুরুত্বপূর্ণ। এটি একটি সাংবিধানিক প্রতিষ্ঠান। নির্বাচন একদিনের বিষয় নয়, এটি একটি প্রক্রিয়া। এই প্রক্রিয়া সঠিক ও নিরপেক্ষ হতে হবে।
ভোটারদের স্বাধীনভাবে ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করা এবং সঠিক ভোটার তালিকা প্রস্তুত থেকে শুরু করে নির্বাচন সম্পন্ন করা পর্যন্ত সব দায়িত্ব নির্বাচন কমিশনের। এছাড়া আইনশৃঙ্খলা বাহিনী ও রাজনৈতিক দলগুলোকেও সৎ ও নিরপেক্ষ থাকতে হবে। গণমাধ্যম এবং নাগরিক সমাজের সক্রিয় ভূমিকা নিশ্চিত করতে হবে। সব মিলিয়ে এই সমন্বয় একটি নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ তৈরি করবে।
গত তিনটি নির্বাচনে দায়িত্ব পালনকারী নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে সমালোচনা করে তিনি বলেন, তাদের প্রত্যেককে বিচারের আওতায় আনা উচিত।
বর্তমান নির্বাচন কমিশন প্রসঙ্গে তিনি বলেন, বৃক্ষের ফলেই বৃক্ষের পরিচয় মেলে। আশা করছি, সুষ্ঠু নির্বাচন হবে। তবে এবারের কমিশনের তেমন কোনো বড় ঝুঁকি নেই। বিগত নির্বাচনগুলোর মতো এবার আর ফ্যাসিস্ট প্রভাব তেমন থাকবে না। তবে চ্যালেঞ্জ রয়েছে প্রবাসী ভোটারদের অংশগ্রহণ নিশ্চিত করা নিয়ে।
তিনি বলেন, আমরা তরুণদের সুপারিশ গ্রহণ করবো। আমাদের ওয়েবসাইট, ফেসবুক এবং ইমেইলের মাধ্যমে আপনাদের মতামত গ্রহণ করা হবে। সব সুপারিশ সংকলন করে আমরা সরকারের কাছে উপস্থাপন করবো।
ছায়া সংসদের সভাপতির বক্তব্যে ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, যত দ্রুত সম্ভব প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে নির্বাচন আয়োজন করা অন্তর্বর্তী সরকারের প্রধান দায়িত্ব। যদিও অন্তর্বর্তী সরকার প্রধান বলেছেন যে নির্বাচনের ট্রেন যাত্রা শুরু হয়েছে এবং তা থামবে না, তবে এটি শেষ স্টেশনে কবে পৌঁছাবে, তা জনগণ জানতে চায়।
তিনি আরও বলেন, নির্বাচন বিলম্বিত হলে ফ্যাসিস্ট শক্তিরা দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করতে পারে। এজন্য সরকারকে একটি নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করে যৌক্তিক সময়ের মধ্যে ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া শুরু করা উচিত।