শনিবার,২৫শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ


চাঁদপুরে অটোবাইক চালককে হত্যা, ব্যাটারি ছিনতাই


পূর্বাশা বিডি ২৪.কম :
৩০.১১.২০২৪

চাঁদপুরে অটোবাইকচাঁদপুরে অটোবাইক চালককে হত্যা, ব্যাটারি ছিনতাই

ডেস্ক রিপোর্ট:

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার বেলতী গ্রামে এক অটোবাইক চালককে হত্যা করে তার গাড়ির ব্যাটারি ছিনতাই করার ঘটনা ঘটেছে। আজ শনিবার সকাল সাড়ে দশটার দিকে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে চাঁদপুর সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

নিহত চালকের নাম মঈন উদ্দীন (১৬)। তিনি উপজেলার উপাদি উত্তর ইউনিয়নের ডিঙাভাঙা গ্রামের বাসিন্দা এবং হতদরিদ্র নাছির উদ্দীন মিয়াজির বড় ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেহ আহমেদ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকালে খাদেরগাঁও ইউনিয়নের বেলতী গ্রামের খালের পাড়ে এক যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। মরদেহের পরনে জিন্সের প্যান্ট ও গেঞ্জি ছিল, এবং গলায় আঘাতের চিহ্ন দেখা গেছে।

প্রত্যক্ষদর্শী মামুন তালুকদার জানান, নিহত মঈনের অটোবাইকটি নওগাঁও গ্রামের পাঠান বাড়ির সামনে পরিত্যক্ত অবস্থায় পাওয়া গেছে। তবে অটোবাইকের ব্যাটারিগুলো চুরি হয়ে গেছে।

নিহতের বাবা নাছির উদ্দীন মিয়াজি বলেন, “গতকাল শুক্রবার বিকেল তিনটার দিকে একটি ফোন পেয়ে মঈন ঘর থেকে বের হয়। সন্ধ্যায় বাড়ি না ফেরায় খোঁজাখুঁজি শুরু করি। রাতে ফোনে যোগাযোগের চেষ্টা করলে সেটি বন্ধ পাওয়া যায়। আজ সকালে ভাংগারপাড় এলাকায় গেলে জানতে পারি বেলতী গ্রামে একটি লাশ পাওয়া গেছে। সেখানে গিয়ে দেখি লাশটি আমার ছেলের।”

মঈন উদ্দীন দুই ভাই ও এক বোনের মধ্যে বড় ছিলেন। পরিবারের আর্থিক দুরবস্থা কাটাতে অটোবাইক চালিয়ে তিনি সংসারের ব্যয় এবং ভাইবোনদের পড়াশোনার খরচ চালাতেন।

ঘটনাস্থল পরিদর্শন করেন চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত কুমার রায় এবং সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) খায়রুল কবির।

মতলব দক্ষিণ থানার ওসি সালেহ আহমেদ জানান, “মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে, যাত্রীবেশে দুষ্কৃতকারীরা নির্জন স্থানে নিয়ে গিয়ে তাকে হত্যা করে। পরে তার অটোবাইকের ব্যাটারিগুলো চুরি করে পালিয়ে যায়। এ বিষয়ে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি