২১ আগস্টের নৃশংসতার বিচার: রোববার রায় দেবে হাইকোর্ট
বহুল আলোচিত একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলার ডেথ রেফারেন্স ও আসামিদের আপিলের রায় আগামী রোববার ঘোষণা করা হবে। হাইকোর্টের বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের বেঞ্চ এই রায় দেবেন।
আসামিপক্ষের আইনজীবী মোহাম্মদ শিশির মনির শনিবার বিষয়টি নিশ্চিত করেছেন।
২০১৮ সালের ১০ অক্টোবর এই মামলায় বিচারিক আদালত সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, সাবেক উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টুসহ ১৯ জনকে মৃত্যুদণ্ড এবং বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান, খালেদা জিয়ার রাজনৈতিক সচিব হারিছ চৌধুরীসহ আরও ১৯ জনকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন।
ওই বছরের ২৭ নভেম্বর এই রায়ের প্রয়োজনীয় নথিপত্র হাইকোর্টে ডেথ রেফারেন্স শাখায় জমা দেওয়া হয়।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের তালিকা:
লুৎফুজ্জামান বাবর, আব্দুস সালাম পিন্টু, মেজর জেনারেল (অব.) রেজ্জাকুল হায়দার চৌধুরী, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আব্দুর রহিম, হানিফ পরিবহনের মালিক মো. হানিফ, জঙ্গি নেতা মাওলানা তাজউদ্দীন, মাওলানা শেখ আবদুস সালাম, মাওলানা শেখ ফরিদসহ আরও ১৯ জন।
যাবজ্জীবনপ্রাপ্ত আসামিদের তালিকা:
তারেক রহমান, হারিছ চৌধুরী, কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদসহ আরও ১৯ জন।
আসামিদের মধ্যে ২২ জন তাদের সাজা বাতিলের আবেদন করেছেন। অন্যদিকে ১২ জন আসামি জেল আপিল করেছেন।
২০০৪ সালের ২১ আগস্ট রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলা চালানো হয়। এই ঘটনায় আওয়ামী লীগের নেত্রী আইভি রহমানসহ ২৪ জন নিহত এবং শেখ হাসিনাসহ কয়েকশ নেতাকর্মী আহত হন।