দুর্নীতি মামলায় খালাস পেয়েছেন বিএনপি নেতা খন্দকার মোশাররফ
দুদক কর্তৃক অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের বিরুদ্ধে করা মামলায় খালাসের রায় দিয়েছে আদালত। রোববার (১ ডিসেম্বর) ঢাকার বিশেষ জজ আদালত-৮ এ এ রায় প্রদান করেন।
এর আগে, গত ২২ আগস্ট মানি লন্ডারিংয়ের মামলায়ও খালাস পেয়েছিলেন ড. খন্দকার মোশাররফ হোসেন। অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত তাকে খালাস দেন। ঢাকার বিশেষ জজ ১-এর বিচারক আবুল কাশেম এ রায় ঘোষণা করেন। এ সময় ড. খন্দকার মোশাররফ আদালতে উপস্থিত ছিলেন।
মামলা সূত্রে জানা যায়, ২০১৪ সালের ৬ ফেব্রুয়ারি দুদকের পরিচালক নাসিম আনোয়ার রমনা মডেল থানায় মোশাররফের বিরুদ্ধে মানি লন্ডারিংয়ের অভিযোগে মামলা দায়ের করেন। ১৪ আগস্ট দুদক তার বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে এবং পরবর্তী বছরের ২৮ অক্টোবর অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরু হয়। মামলায় ৯ জন সাক্ষী আদালতে সাক্ষ্য দেন।
এছাড়া, খন্দকার মোশাররফ ও তার স্ত্রী বিলকিস আক্তার হোসেনের যৌথ নামে যুক্তরাজ্যের লয়েড টিএসবি অফশোর প্রাইভেট ব্যাংকে ৮ লাখ ৪ হাজার ১৪২ দশমিক ৪৩ ব্রিটিশ পাউন্ড জমা করার অভিযোগ ছিল। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ ৯ কোটি ৫৩ লাখ ৯৫ হাজার ৩৮১ টাকা। দুদক দাবি করেছিল যে, ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত ক্ষমতায় থাকা অবস্থায় তিনি এই টাকা পাচার করেছিলেন।
তবে, ড. খন্দকার মোশাররফের আইনজীবী তাহেরুল ইসলাম তৌহিদ জানিয়েছেন, আদালতে ২০০১-২০০৬ সালের মধ্যে টাকা পাচারের কোনো প্রমাণ উপস্থাপন করা যায়নি। তিনি এই মামলাটিকে রাজনৈতিক প্রতিহিংসা হিসেবে উল্লেখ করেছেন। আইনজীবীর দাবি, এই মামলা নিয়ে খন্দকার মোশাররফ জেলে যেতে হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত তাকে খালাস দিয়েছেন।