সরকারি চাকরিজীবীদের রাজনৈতিক কার্যক্রমে নিষেধাজ্ঞা চেয়ে সংস্কার প্রস্তাব
জনপ্রশাসনে কাঠামোগত পরিবর্তনের সুপারিশ করতে যাচ্ছে সংস্কার কমিশন
রাষ্ট্রীয় প্রশাসনে কাঠামোগত পরিবর্তনের লক্ষ্যে জনপ্রশাসন সংস্কার কমিশন একাধিক সুপারিশ দিতে যাচ্ছে। তারা প্রশাসনিক কাঠামো থেকে “ক্যাডার,” “জেলা প্রশাসক” এর মতো শব্দ বাদ দেওয়ার প্রস্তাব করবে। সেই সঙ্গে সরকারি চাকরিজীবীরা রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িত হবেন না, এমন প্রত্যাশাও প্রকাশ করেছেন কমিশন।
রোববার (১ ডিসেম্বর) সচিবালয়ে অনুষ্ঠিত বৈঠকের পর কমিশনের প্রধান আব্দুল মুইদ চৌধুরী বলেন, সরকারি চাকরিজীবীদের রাজনৈতিক কর্মকাণ্ডে জড়ানো বা রাজনৈতিক বক্তব্য প্রদান বন্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করবে সংস্কার কমিশন। তিনি আরও বলেন, “আমলারাই আমলাদের সবচেয়ে বেশি ক্ষতি করেছে। অথচ কাক কাকের মাংস খায় না।”
জনপ্রশাসন সচিব ড. মোখলেস উর রহমান জানিয়েছেন, এসি ল্যান্ড ও রেজিস্ট্রি অফিসে সবচেয়ে বেশি দুর্নীতি হয়। তিনি বলেন, এখনও এসব ক্ষেত্রে ঘুষ দেওয়া-নেওয়ার প্রবণতা বিদ্যমান। সাধারণ মানুষের মতামত জানতে এবং প্রশাসনিক সেবা কেমন হওয়া উচিত তা নির্ধারণে গণশুনানি করেছে কমিশন। সেই অভিজ্ঞতার ভিত্তিতে ডিসেম্বর মাসের মধ্যেই সুপারিশ চূড়ান্ত করা হবে।
তিনি আরও বলেন, “ক্যাডার শব্দটি বাদ দিয়ে সিভিল সার্ভিস ব্যবস্থার প্রস্তাব দেওয়া হবে। এসি ল্যান্ড ও রেজিস্ট্রি অফিস সম্পর্কে জনসাধারণের নেতিবাচক ধারণা দূর করতে বিশেষ পদক্ষেপ নেওয়া হবে। বিভিন্ন পর্যায়ের সংশ্লিষ্ট ব্যক্তিদের, যেমন সাংবাদিক ও ব্যবসায়ীদের সঙ্গেও আলোচনা করা হবে।”
তিনি জোর দিয়ে বলেন, “মানুষ যে পরিবর্তন চায়, তা নিশ্চিত করতেই সরকার কাজ করছে। প্রশাসনের দীর্ঘদিনের অনিয়মের জন্য সরকারি কর্মকর্তারাও দায়ী। তবে সামনের দিনগুলোতে আরও পরিবর্তন দেখা যাবে।”
সংস্কার কমিশনের সুপারিশগুলোর লক্ষ্য হলো সুশাসন প্রতিষ্ঠা এবং জনগণের আস্থা বৃদ্ধি।