রবিবার,১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » বিসিএস-এ ‘ক্যাডার’ শব্দের পরিবর্তন, সুপারিশ জনপ্রশাসন কমিশনের


বিসিএস-এ ‘ক্যাডার’ শব্দের পরিবর্তন, সুপারিশ জনপ্রশাসন কমিশনের


পূর্বাশা বিডি ২৪.কম :
০১.১২.২০২৪

সুপারিশ জনপ্রশাসনবিসিএস-এ ‘ক্যাডার’ শব্দের পরিবর্তন, সুপারিশ জনপ্রশাসন কমিশনের

ডেস্ক রিপোর্ট:

সরকারের কাছে সিভিল সার্ভিসে ‘ক্যাডার’ শব্দটি বাদ দেওয়ার সুপারিশ করবে জনপ্রশাসন সংস্কার কমিশন। শব্দটি নেতিবাচক ধারণা সৃষ্টির জন্য কমিশন এই সুপারিশ করতে যাচ্ছে।

রোববার দুপুরে সচিবালয়ে জনপ্রশাসন সংস্কার কমিশনের ১২তম বৈঠক শেষে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমান সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, ‘ক্যাডার’ শব্দটি নেতিবাচক প্রভাব ফেলায় কমিশন এ সুপারিশ করবে।

মোখলেস উর রহমান আরও বলেন, প্রশাসন বিষয়ে মানুষের মধ্যে অনেক আগ্রহ রয়েছে, বিশেষত বিসিএস, বাংলাদেশ সিভিল সার্ভিসকে নানা কারণে এখন ক্যাডার হিসেবে দেখা হয়। এই ক্যাডার শব্দটির সঙ্গে নেতিবাচক দৃষ্টিভঙ্গি জড়িত থাকে। এজন্য জনপ্রশাসন সংস্কার কমিশন বেশ কিছু সংস্কারের প্রস্তাবনা দেবে।

তাদের মধ্যে একটি প্রস্তাব হবে, ‘ক্যাডার’ শব্দটি বাদ দিয়ে সিভিল সার্ভিসের বিভিন্ন শাখা যেমন- সিভিল সার্ভিস অ্যাডমিনিস্ট্রেশন, সিভিল সার্ভিস হেলথ, সিভিল সার্ভিস অ্যাগ্রিকালচার ইত্যাদি ব্যবহার করা। এটি একটি বড় সংস্কার উদ্যোগ, যা কমিশনের মতে, মানুষের মানসিক শান্তি ফিরিয়ে আনবে। এটি অত্যন্ত প্রয়োজনীয় পদক্ষেপ, বলছেন তারা।

ডিসি (জেলা প্রশাসক) শব্দটি নিয়েও কিছু মানুষের আপত্তি রয়েছে—এ বিষয়ে পরিবর্তন হবে কিনা জানতে চাইলে তিনি বলেন, এ ধরনের আপত্তি অনেক জায়গায় পাওয়া গেছে। উদাহরণস্বরূপ, জনপ্রশাসন শব্দটি বদলে ‘জনসেবা’ ব্যবহার করা যেতে পারে, কারণ জেলা প্রশাসক শব্দটি ব্রিটিশদের সৃষ্ট। এছাড়া কালেক্টর, ডিস্ট্রিক্ট মেজিস্ট্রেট ইত্যাদি শব্দগুলোও রয়েছে। এসব বিষয়ে সাধারণ মানুষের মাঝে আগ্রহ রয়েছে। কমিশন এসব বিষয় নিয়ে সুপারিশ করবে। তবে সরকার যেটি জনগণের চাহিদা অনুযায়ী গ্রহণ করবে, তা হবে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি