রবিবার,১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » সেনাবাহিনীকে সুশৃঙ্খল ও আধুনিক সমরাস্ত্রে সজ্জিত করার প্রত্যয় সেনাপ্রধানের


সেনাবাহিনীকে সুশৃঙ্খল ও আধুনিক সমরাস্ত্রে সজ্জিত করার প্রত্যয় সেনাপ্রধানের


পূর্বাশা বিডি ২৪.কম :
০৩.১২.২০২৪

সেনাবাহিনীকে সুশৃঙ্খলসেনাবাহিনীকে সুশৃঙ্খল ও আধুনিক সমরাস্ত্রে সজ্জিত করার প্রত্যয় সেনাপ্রধানের

ডেস্ক রিপোর্ট:

সেনাবাহিনীকে একটি প্রশিক্ষিত, সুশৃঙ্খল ও আধুনিক সমরাস্ত্রে সজ্জিত বাহিনী হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

তিনি সদ্য কমিশনপ্রাপ্ত অফিসার ক্যাডেটদের উদ্দেশ্যে বলেন, শপথ গ্রহণের মাধ্যমে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার মহান দায়িত্ব এখন তাদের ওপর ন্যস্ত হলো।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) চট্টগ্রামের ভাটিয়ারাস্থ বাংলাদেশ মিলিটারি একাডেমির (বিএমএ) প্যারেড গ্রাউন্ডে ৮৭ বিএমএ দীর্ঘমেয়াদি এবং ৫৯ বিএমএ স্পেশাল কোর্সের অফিসার ক্যাডেটদের কমিশনপ্রাপ্তি উপলক্ষে আয়োজিত রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে সেনাবাহিনী প্রধান মনোজ্ঞ কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন। এছাড়া তিনি কৃতি ক্যাডেটদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

তিনি একাডেমির কমান্ড্যান্টসহ সংশ্লিষ্ট সব কর্মকর্তা, জেসিও, এনসিও, সৈনিক এবং অসামরিক কর্মকর্তা-কর্মচারীদের ধন্যবাদ জানান এ মনোমুগ্ধকর কুচকাওয়াজ প্রদর্শনের জন্য।

দীর্ঘ তিন বছরের কঠোর সামরিক প্রশিক্ষণ শেষে এই কুচকাওয়াজের মাধ্যমে ৮৭ বিএমএ দীর্ঘমেয়াদি কোর্সের ২১৩ জন অফিসার ক্যাডেট, ৫৯ বিএমএ স্পেশাল কোর্সের ১৪ জন অফিসার ক্যাডেট এবং ৪ জন ট্রেইনি কর্মকর্তা বাংলাদেশ সেনাবাহিনীতে কমিশন লাভ করেন। কমিশনপ্রাপ্তদের মধ্যে ২০৭ জন পুরুষ এবং ২৪ জন নারী কর্মকর্তা রয়েছেন।

ব্যাটালিয়ন সিনিয়র আন্ডার অফিসার আব্দুল্লাহ আল আরাফাত ৮৭ বিএমএ দীর্ঘমেয়াদি কোর্সের সেরা ক্যাডেট হিসেবে ‘সোর্ড অব অনার’ এবং সামরিক বিষয়ে শ্রেষ্ঠত্বের জন্য ‘সেনাবাহিনী প্রধান স্বর্ণপদক’ অর্জন করেন।

অনুষ্ঠানে সদ্য কমিশনপ্রাপ্ত ক্যাডেটরা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার শপথ গ্রহণ করেন। পরে তাদের বাবা-মা এবং অতিথিরা নবীন অফিসারদের র্যাঙ্ক-ব্যাজ পরিয়ে দেন।

অনুষ্ঠানের শুরুতে সেনাপ্রধান প্যারেড গ্রাউন্ডে পৌঁছালে জেনারেল অফিসার কমান্ডিং আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ড, জেনারেল অফিসার কমান্ডিং ২৪ পদাতিক ডিভিশন এবং এরিয়া কমান্ডার চট্টগ্রাম এরিয়া ও বিএমএর কমান্ড্যান্ট তাকে অভ্যর্থনা জানান।

এ কুচকাওয়াজ অনুষ্ঠানে শ্রীলঙ্কান মিলিটারি একাডেমির কমান্ড্যান্টসহ দেশি-বিদেশি সামরিক ও অসামরিক উচ্চপদস্থ কর্মকর্তা, সদ্য কমিশনপ্রাপ্ত ক্যাডেটদের পরিবার এবং গণমাধ্যম ব্যক্তিরা উপস্থিত ছিলেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি