ভারতের সঙ্গে বাণিজ্য অব্যাহত থাকবে রাজনীতির প্রভাব ছাড়াই: অর্থ উপদেষ্টা
ভারতের সঙ্গে চলমান রাজনৈতিক টানাপোড়েনের প্রভাব বাণিজ্যে পড়বে না বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। বুধবার সচিবালয়ে সরকারি ক্রয়-সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
অর্থ উপদেষ্টা বলেন, “ভারতের সঙ্গে আমাদের বাণিজ্যিক ইস্যুতে রাজনীতি প্রবেশ করছে না। ভারত থেকে চাল আমদানি করব কিনা, এটি মূল বিষয় নয়। যেসব দেশ প্রতিযোগিতামূলক দামে, দ্রুত এবং মানসম্পন্ন পণ্য সরবরাহ করবে, তাদের থেকেই আমদানি করা হবে। এটি ভারত হতে পারে বা অন্য কোনো দেশও হতে পারে। আমরা ভারত, মিয়ানমার এবং ভিয়েতনামের সঙ্গে এ নিয়ে আলোচনা করছি। বাণিজ্যের ক্ষেত্রে রাজনীতি কোনো প্রভাব ফেলবে না।”
পশ্চিমবঙ্গের এক রাজনীতিবিদের বাংলাদেশে কিছু রপ্তানি না করার ঘোষণা প্রসঙ্গে ড. সালেহউদ্দিন বলেন, “এসব বিষয় কূটনৈতিকভাবে সমাধান করা হবে। ভারত এবং অন্যান্য দেশ পণ্য উৎপাদন করে এবং অতিরিক্ত হলে সেগুলো কোথাও না কোথাও বিক্রি করতেই হয়।”
নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ে তিনি বলেন, “বাজার পুরোপুরি স্থিতিশীল নয়, তবে জিনিসপত্রের দাম কিছুটা কমেছে। আজকের বৈঠকে আমরা চাল ও মসুর ডাল আমদানির অনুমোদন দিয়েছি। এটি নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্য। এর আগেও আমরা অনুমোদন দিয়েছি।”
সয়াবিন তেলের দাম বৃদ্ধি প্রসঙ্গে তিনি বলেন, “সয়াবিন তেলের দাম অনেক বেড়ে গেছে। এ বিষয়ে কীভাবে আমদানি বাড়ানো যায় তা নিয়ে আলোচনা করেছি। আমরা শুল্ক কমিয়ে দিয়েছি। তাই পরিস্থিতি সামলাতে একটু ধৈর্য ধরতে হবে।”
সিন্ডিকেট প্রসঙ্গে ড. সালেহউদ্দিন বলেন, “সিন্ডিকেট কেবল এক জায়গায় নয়। চাঁদাবাজি, পরিবহন এবং রাজনৈতিক বিভিন্ন ক্ষেত্রে সিন্ডিকেট রয়েছে। আমি সবসময় বলি, রাজনৈতিক সমঝোতা কঠিন, কিন্তু চাঁদাবাজির সমঝোতা সহজ।”