স্বৈরাচার পতনের পরও গণতন্ত্রের পূর্ণতা আসেনি: ড. মঈন খান
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান বলেছেন, দেশের বর্তমান রাজনৈতিক অবস্থায় ঐক্য প্রতিষ্ঠার নামে নতুন করে বাকশাল তৈরি করলে কোনো ফল আসবে না। তিনি মন্তব্য করেন, স্বৈরাচার পালিয়ে গেলেও দেশে প্রকৃত গণতন্ত্র পুরোপুরি ফিরে আসেনি।
জাতীয় প্রেসক্লাবে আয়োজিত একটি স্মরণসভায় বক্তব্য প্রদানকালে তিনি এই কথা বলেন। বৃহস্পতিবার বাংলাদেশের নদী-পানির অধিকার আন্দোলন এবং আন্তর্জাতিক ফারাক্কা কমিটির নেতা আতিকুর রহমান সালুর স্মরণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ড. মঈন খান আরও বলেন, দেশের জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে এবং প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করা জরুরি। এজন্য তিনি অন্তর্বর্তী সরকারের দিকে নজর দেওয়ার আহ্বান জানান।
ভারত-বাংলাদেশের সম্পর্ক প্রসঙ্গে তিনি বলেন, “ভারত-বাংলাদেশের জনগণের বন্ধুত্ব মেনে নিতে পারেন না সে দেশের কিছু রাজনীতিক, নীতিনির্ধারক ও নিরাপত্তা সংশ্লিষ্ট ব্যক্তিরা। দুই দেশের সম্পর্ক শুধু সরকার পর্যায়ে সীমাবদ্ধ না রেখে, জনগণের মধ্যে বন্ধুত্ব প্রতিষ্ঠা করতে হবে।”
তিনি আরও যোগ করেন যে, প্রকৃত গণতন্ত্র এবং সার্বভৌম অধিকার ফিরিয়ে আনতে দেশকে সঠিক পথে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একটি সমন্বিত প্রচেষ্টা প্রয়োজন।