আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদ্বেষমূলক ও উসকানিমূলক বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা দিয়েছে। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে থাকা এ ধরনের বক্তব্যগুলো সরিয়ে ফেলতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি) নির্দেশ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে দুই সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন। প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর গাজী এমএইচ তামিম, বি এম সুলতান মাহমুদ এবং আবদুল্লাহ আল নোমান।
আইনজীবীরা জানিয়েছেন, আদালত বিটিআরসিকে দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন। তবে শেখ হাসিনার সাধারণ বক্তব্য প্রচারে কোনো বাধা নেই।
বিদ্বেষমূলক বক্তব্যের প্রভাব
প্রসিকিউটর গাজী এমএইচ তামিম জানান, শেখ হাসিনার কিছু বক্তব্য ট্রাইব্যুনালের প্রক্রিয়ায় বাধার সৃষ্টি করতে পারে। তিনি উদাহরণ দিয়ে বলেন, শেখ হাসিনা বলেছেন, তার নামে ২২৭টি মামলা থাকায় তিনি ২২৭টি হত্যাকাণ্ডের লাইসেন্স পেয়েছেন। এমন মন্তব্য মামলার ভুক্তভোগীদের হুমকির মতো। এসব বক্তব্য সাক্ষ্যগ্রহণ প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে পারে।
তিনি আরও বলেন, হেট স্পিচ একটি আন্তর্জাতিক অপরাধ। এটি শুধু বাংলাদেশে নয়, সারা বিশ্বে দণ্ডনীয়। ট্রাইব্যুনাল তাই এ ধরনের বক্তব্য বন্ধ এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে থাকা বিদ্বেষমূলক কন্টেন্ট মুছে ফেলার নির্দেশ দিয়েছেন।
ভবিষ্যৎ নির্দেশনা
ট্রাইব্যুনাল বিটিআরসিকে নির্দেশ দিয়েছে, ভবিষ্যতে এ ধরনের কোনো বক্তব্য প্রচার না হয় তা নিশ্চিত করতে। জাতিসংঘের ছয় দিকনির্দেশনার ভিত্তিতে হেট স্পিচ চিহ্নিত করা হবে।
মামলার অগ্রগতি
গত ১৮ নভেম্বর গণহত্যার একটি মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে এক মাসের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ দেয় ট্রাইব্যুনাল। আগামী ১৭ ডিসেম্বর এ বিষয়ে অগ্রগতি প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
এছাড়া গুম, হত্যা ও গণহত্যাসহ ১৫০টিরও বেশি অভিযোগে শেখ হাসিনাসহ আওয়ামী লীগের নেতাদের বিরুদ্ধে মামলা হয়েছে। গ্রেফতার আছেন ২৫ জন, যাদের মধ্যে সাবেক ১০ জন মন্ত্রীও রয়েছেন।