শনিবার,২৫শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » শিক্ষা ও গবেষণায় বিনিয়োগ করলে দক্ষ জনশক্তি তৈরি হবে: অর্থ উপদেষ্টা


শিক্ষা ও গবেষণায় বিনিয়োগ করলে দক্ষ জনশক্তি তৈরি হবে: অর্থ উপদেষ্টা


পূর্বাশা বিডি ২৪.কম :
০৮.১২.২০২৪

শিক্ষা ও গবেষণায়শিক্ষা ও গবেষণায় বিনিয়োগ করলে দক্ষ জনশক্তি তৈরি হবে: অর্থ উপদেষ্টা

শিল্প খাতে দক্ষ প্রযুক্তি ও জ্ঞানের ঘাটতি দূর করতে শিল্পপতিদের শিক্ষা ও গবেষণায় বিনিয়োগের আহ্বান জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। রবিবার ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির লেদার, লেদারগুডস এবং ফুটওয়্যার ম্যানেজমেন্ট ডিপ্লোমা গ্রাজুয়েটদের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান।

অর্থ উপদেষ্টা বলেন, ‘বিল গেটস কিংবা ইলন মাস্ক নিজেরাই সব উদ্ভাবন করেননি। তারা দীর্ঘ মেয়াদে গবেষণায় বিনিয়োগ করে সাফল্য অর্জন করেছেন। অথচ আমাদের দেশের অনেক ব্যবসায়ী দক্ষ জনশক্তির অভাবের কথা বললেও শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠানে বিনিয়োগ করতে আগ্রহ দেখান না।’

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির প্রধান উপদেষ্টা এবং বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর অধ্যাপক ড. মোহাম্মদ ফরাসউদ্দিনের সভাপতিত্বে এই অনুষ্ঠানে আরও বক্তব্য দেন এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি)-এর আবাসিক প্রতিনিধি হো ইয়ান জং, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. শামস রহমান, লেদার ও ফুটওয়্যার ইন্ডাস্ট্রি এসোসিয়েশনের সিনিয়র সহ-সভাপতি মো. নাজমুল হাসান, অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. ওয়ালিদ হোসেন এবং প্রোগ্রামের পরিচালক অধ্যাপক ড. তানবীর আহমেদ চৌধুরী।

অনুষ্ঠানে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ডিপ্লোমা গ্রাজুয়েটদের পাশাপাশি শিক্ষক, কর্মকর্তা, অর্থ মন্ত্রণালয়ের প্রতিনিধিরা এবং এডিবি-র সংশ্লিষ্ট ব্যক্তিরাও উপস্থিত ছিলেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি