বাজারের সব পণ্যের দাম কমানো চ্যালেঞ্জিং: অর্থ উপদেষ্টা
অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বলেছেন, বাজারের সব পণ্যের দাম কমানো সম্ভব নয়। আজ বুধবার সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান।
অর্থ উপদেষ্টা বলেন, ‘বাজারে আলুর দাম কিছুটা বেড়েছে, তবে অন্য অনেক পণ্যের দাম সাশ্রয়ী হয়েছে। মানুষ দাম বাড়ার বিষয়টি নিয়ে বেশি আলোচনা করে, কিন্তু যখন দাম কমে তখন সেটি নিয়ে আলোচনা করে না। বাজারে সব পণ্যের দাম একইসঙ্গে কমানো সম্ভব নয়। একটির দাম বাড়লে আরেকটির দাম কমবে—এটাই বাজারের স্বাভাবিক চিত্র।’
সরকারের পদক্ষেপ সত্ত্বেও বাজারে তেমন প্রভাব পড়ছে না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বাজারে প্রভাব একেবারে নেই, এটা ঠিক নয়। আপনারা শুধু আলুর দাম বাড়ার দিকটি দেখেন, কিন্তু অন্য পণ্যের দাম কমেছে সেটা দেখেন না। বাজারে এক হাজার টাকা নিয়ে গেলে কিছু পণ্যের দাম বেশি হবে, কিছু কম হবে। প্রত্যেক পণ্যের দাম কমাতে হবে—এটা বাস্তবে সম্ভব নয়।’
সরকারি ক্রয় কমিটির বৈঠকের বিষয়ে তিনি বলেন, ‘ঘন ঘন বৈঠক করে অত্যাবশ্যকীয় পণ্য ও জরুরি বিষয় দ্রুত অনুমোদন দেওয়া হয়। এটি সরকারের কর্মব্যস্ততার একটি প্রমাণ। আগে এমন ঘন ঘন মিটিং দেখিনি। যৌক্তিক যেসব পণ্য ক্রয়ের প্রয়োজন, সেগুলো দ্রুত অনুমোদন দেওয়া হচ্ছে। আজকের বৈঠকে বিভিন্ন ধরনের সার, এলএনজি, মসুর ডাল ও সয়াবিন তেল কেনার অনুমোদন দেওয়া হয়েছে।’
আন্তর্জাতিক বাজারের দাম নিয়ন্ত্রণের ক্ষমতা না থাকায় কিছু পণ্যের দাম বাড়ছে উল্লেখ করে তিনি বলেন, ‘অনেকের মধ্যে একটি ভুল ধারণা রয়েছে। গতকাল বাণিজ্য উপদেষ্টা এটা পরিষ্কার করেছেন। সয়াবিন তেলের প্রতি টনে যতটা দাম বেড়েছে, তা গত ৩০-৪০ বছরে দেখা যায়নি। তবে আন্তর্জাতিক বাজার আমরা নিয়ন্ত্রণ করতে পারি না।’
শিক্ষাখাতে অগ্রগতির বিষয়ে তিনি বলেন, ‘আজকের বৈঠকে নবম ও দশম শ্রেণির জেনারেল এবং মাদ্রাসা শিক্ষার পাঠ্যবই মুদ্রণের অনুমোদন দেওয়া হয়েছে। জানুয়ারির মধ্যে বই সরবরাহের জন্য আমরা চাপ দিচ্ছি। হয়তো সব বই প্রস্তুত হবে না, তবে চেষ্টা চলছে।’
সাংবাদিকদের প্রশ্নে তিনি আরও বলেন, ‘আমরা যে অনুমোদন দিয়েছি, তাতে কাজ ইতোমধ্যে শুরু হয়েছে। প্রেসগুলো ব্যস্তভাবে কাজ করছে, যাতে জানুয়ারির মধ্যে শিক্ষার্থীদের হাতে বই পৌঁছানো যায়।’