রবিবার,১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ


শীতের দিনে বিয়ের সাজে ভাইরাল হয়ে উষ্ণতা ছড়ালেন বুবলী


পূর্বাশা বিডি ২৪.কম :
১১.১২.২০২৪

বিয়ের সাজেশীতের দিনে বিয়ের সাজে ভাইরাল হয়ে উষ্ণতা ছড়ালেন বুবলী

বিনোদন ডেস্ক:

শবনম বুবলীকে নিয়ে গেল কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনা চলছে। তার বিয়ের সাজে কিছু ছবি ভাইরাল হয়েছে, যা দেখে অনেকে মনে করছেন তিনি বিয়ে করেছেন। কেউ বলছেন, এটি তার পুরোনো কোনো বিয়ের ছবি, আবার কেউ বলছেন নতুন করে বিয়ের পিঁড়িতে বসেছেন। এই নিয়ে নেটিজেনদের মধ্যে নানা প্রশ্ন, কৌতূহল এবং আলোচনা-সমালোচনা চলছে। এমনকি বুবলীর সঙ্গে ছবিতে থাকা বর সাজের ছেলেটি কে, তা নিয়েও চলছে জল্পনা।

বিষয়টি নিয়ে বুবলী নিজে চুপ থাকলেও মুখ খুলেছেন ফটোশুটের কোরিওগ্রাফার গৌতম সাহা। তিনি বলেন, “বুবলীকে নিয়ে তিনটি ফটোশুট করেছি—বিয়ের, হলুদের এবং মেহেদির। তিনি খুব আন্তরিক এবং সময়নিষ্ঠ। কাজ করার সময় দারুণ অভিজ্ঞতা হয়েছে।”

গৌতম সাহা আরও জানান, বুবলীর সঙ্গে ছবিতে থাকা মডেলের নাম ওয়াসিফ খান। এটি কোনো বাস্তব বিয়ের ছবি নয়, একটি ফটোশুটের অংশ।

এই প্রসঙ্গে বুবলী বলেন, “আমরা জানতাম, ছবিগুলো নিয়ে আলোচনা হবে। এটি পরিকল্পিত ছিল। আমরা কিছু ভিন্নতা আনার চেষ্টা করেছি, কারণ ভিন্নতা না আনলে আলোচনার জন্ম হয় না। আমাদের কাজ সফল হয়েছে, কারণ সবাই এটি নিয়ে কথা বলছে।”

বুবলী আরও যোগ করেন, “ক্যারিয়ারের এতদিন পর নতুন কিছু করার চেষ্টা না করলে দর্শকরা পরিবর্তন দেখতে পাবে না। নতুনদের সঙ্গে কাজ করা এবং নতুনত্ব আনাই আমার লক্ষ্য।”

জানা গেছে, বর্তমানে বুবলীর হাতে নতুন কোনো সিনেমার কাজ নেই। তিনি বিভিন্ন স্টেজ শো, প্রোমোশন এবং ফটোশুটে ব্যস্ত সময় পার করছেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি