ভুয়া মুক্তিযোদ্ধা সনদে চাকরি: শাস্তির আওতায় আসছে প্রতারকরা
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম জানিয়েছেন, যারা ভুয়া মুক্তিযোদ্ধা হিসেবে তালিকাভুক্ত হয়েছেন, তারা যদি স্বেচ্ছায় নিজেদের নাম প্রত্যাহার করেন, তবে তাদের বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না। তবে, যারা ভুয়া মুক্তিযোদ্ধা সনদ ব্যবহার করে চাকরি গ্রহণ করেছেন, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে সরকার।
বুধবার ঢাকায় শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
উপদেষ্টা ফারুক ই আজম আরও বলেন, বিগত সরকারের সময় যারা প্রতারণার মাধ্যমে মুক্তিযোদ্ধা হিসেবে তালিকাভুক্ত হয়েছিলেন, তাদের প্রতি সরকারের দৃষ্টি সহানুভূতির হলেও, স্বেচ্ছায় পদত্যাগ না করলে প্রতারণার দায়ে কঠোর শাস্তির মুখোমুখি হতে হবে। মন্ত্রণালয় ইতোমধ্যে এমন ব্যক্তিদের শনাক্ত করার প্রক্রিয়া শুরু করেছে।