কুবির সাংস্কৃতিক সংগঠন প্রতিবর্তনের উদ্যোগে নবান্ন উৎসব উদযাপন
নাচ-গান, কবিতাসহ নানা আয়োজনে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে উৎযাপিত হয়েছে ‘নবান্ন উৎসব- ১৪৩১’। কুবির সাংস্কৃতিক সংগঠন প্রতিবর্তনের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানটি বুধবার (১১ ডিসেম্বর) বেলা সাড়ে ৪টায় বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে অনুষ্ঠিত হয়।
প্রতিবর্তনের সভাপতি উম্মে হাবিবা শান্তা’র সভাপতিত্বে নবান্ন উৎসবে উপস্থিত ছিলেন, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের বিভাগীয় প্রধান মাহমুদুল হাসান রাহাত, বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. কামরুন নাহার, এবং গণিত বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো: আব্দুল্লাহ আল মাহবুব। এছাড়া উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টাগণ ও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা।
প্রতিবর্তনের সভাপতি উম্মে হাবিবা শান্তা বলেন, নবান্ন উৎসব আমাদের বাঙালি সংস্কৃতির একটি বড় উৎসব। সেই উৎসবকে বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে ছড়িয়ে দিতে প্রতিবারের ন্যায় এবারো প্রতিবর্তন আয়োজন করেছে ‘প্রতিবর্তন নবান্ন উৎসব ১৪৩১’। গান, নৃত্য, আবৃত্তি পরিবেশনার মাধ্যমে আমরা চেষ্টা করেছি সুন্দর একটি অনুষ্ঠান সবার মাঝে উপস্থাপন করতে।
প্রসঙ্গত, প্রাচীনকাল থেকেই বাঙালি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে নবান্নকে কেন্দ্র করে একত্রে উৎসবে মেতে ওঠে। তাই অগ্রহায়ণের শুরুতেই গ্রাম বাংলায় চলে নানা উৎসব ও আয়োজন। নবান্ন উৎসবের সঙ্গে মিশে আছে বাঙালির হাজার বছরের ইতিহাস, ঐতিহ্য আর সংস্কৃতির নানা দিক। সেই ঐতিহ্যকে ধরে রাখতেই কুবি সাংস্কৃতিক সংগঠন প্রতিবর্তন প্রতিবছর আয়োজন করে নবান্ন উৎসব।