সরকার যা সিদ্ধান্ত নেবে, তা মেনে নেওয়া হবে: র্যাবের মহাপরিচালক
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) বিলুপ্তির বিষয়ে সরকার যা সিদ্ধান্ত নেবে, তা মেনে নেওয়া হবে বলে জানিয়েছেন র্যাবের মহাপরিচালক একেএম শহিদুর রহমান।
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) র্যাবের মিডিয়া সেন্টারে সমসাময়িক বিষয় ও সাম্প্রতিক অভিযানিক কার্যক্রম নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি এ কথা বলেন।
র্যাব মহাপরিচালক বলেন, “র্যাবের বিরুদ্ধে গুম, খুনসহ কিছু অভিযোগ রয়েছে। র্যাবের কার্যক্রমে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন বা নির্যাতনের শিকার হয়েছেন, তাদের কাছে আমরা ক্ষমা প্রার্থনা করছি। ভবিষ্যতে এ বাহিনী কোনো অনৈতিক কার্যক্রমে জড়িত হবে না। সুষ্ঠু তদন্তের মাধ্যমে সংশ্লিষ্ট ঘটনাগুলোর বিচার নিশ্চিত করা হবে।”
তিনি আরও বলেন, “র্যাবে ‘আয়নাঘর’-এর বিষয়টি নিয়ে তদন্ত চলছে। হেলিকপ্টার থেকে গুলির ঘটনার বিষয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তদন্ত করছে, এবং আমরা তাদের সব ধরনের সহায়তা করছি।”
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিনি বলেন, “৫ আগস্টের পর পরিস্থিতির অবনতি ঘটে। পরে র্যাবের সদস্যরা নিয়ন্ত্রণ ফিরিয়ে আনতে কাজ শুরু করে। তবে এই প্রক্রিয়ায় র্যাবের ১৬ সদস্য বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িয়ে পড়েন। তাদের বিরুদ্ধে চাঁদাবাজি, মাদক ও ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে।”
র্যাব প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত ৫৮ জন কর্মকর্তা এবং ৪ হাজার ২৪৬ জন সদস্যকে বিভিন্ন অপরাধে শাস্তির আওতায় আনা হয়েছে বলে উল্লেখ করেন মহাপরিচালক।