নওয়াজউদ্দিনের কন্যা শোরা: ‘মিনি দীপিকা’, বলিউডে পা রাখার বিষয়ে যা জানালেন বাবা
ভারতীয় চলচ্চিত্র নির্মাতা ও অভিনেতা অনুরাগ কাশ্যপের কন্যা আলিয়া কাশ্যপের বিয়েতে উপস্থিত ছিলেন অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকীর মেয়ে শোরা সিদ্দিকী। সেই থেকে শোরার সৌন্দর্য নিয়ে আলোচনা শুরু হয়েছে। বিয়েবাড়ির অতিথিরা মুগ্ধ হয়েছেন তার রূপ দেখে এবং অনেকেই তাকে ‘মিনি দীপিকা’ বলে অভিহিত করেছেন।
আনন্দবাজারের প্রতিবেদন অনুযায়ী, নওয়াজউদ্দিন সিদ্দিকীর মেয়ে শোরা সম্প্রতি বাবার সঙ্গে আলিয়া কাশ্যপের বিয়েতে অংশ নেন। এই ইভেন্টের পর থেকে নেটিজেনরা তার সৌন্দর্য নিয়ে আলোচনা করতে শুরু করেছেন। এমনকি তিনি বলিউডে পা রাখার পরিকল্পনা করছেন বলেও জানা গেছে।
শোরা সিদ্দিকীর জন্মদিন উপলক্ষে, নওয়াজউদ্দিন সিদ্দিকী ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেছেন, যাতে তার মেয়ের একাধিক ছবি এবং ভিডিও রয়েছে। এই ভিডিওর পর, নেটিজেনরা শোরার সৌন্দর্য নিয়ে প্রশংসা করেছেন। বিশেষ করে, অনুরাগ কাশ্যপ লিখেছেন, “কী সুন্দর দেখতে।” অভিনেত্রী অম্রুতা সুভাষও মন্তব্য করেছেন, “ও কিন্তু ভীষণ সুন্দরী।” কিছু নেটিজেন তাকে ‘মিনি দীপিকা’ বলেও উল্লেখ করেছেন।
গত ১১ ডিসেম্বর মুম্বাইয়ে আলিয়া কাশ্যপের বিয়ের অনুষ্ঠানে নওয়াজউদ্দিন এবং শোরা সিদ্দিকী উপস্থিত ছিলেন। নওয়াজ শেরওয়ানি পরেছিলেন, আর শোরা এথনিক পোশাক বেছে নিয়েছিলেন। এই বিয়ের অনুষ্ঠানে শোরা তার সৌন্দর্য দিয়ে নেটপাড়ার মনজয় করেন।
এর আগে, নওয়াজউদ্দিন সিদ্দিকী জানিয়েছিলেন যে, তার মেয়ে শোরা অভিনেত্রী হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন এবং তিনি তাকে পূর্ণ সমর্থন জানিয়ে অ্যাক্টিং স্কুলে ভর্তি করিয়েছেন। নওয়াজ তার মেয়ের পাশে থাকতে প্রস্তুত আছেন, বিশেষ করে শোরার বলিউডে পা রাখার পরিকল্পনার বিষয়ে।
সম্প্রতি, বাবা-মেয়ে মধ্যে কিছু দূরত্ব তৈরি হয়েছিল, বিশেষ করে যখন নওয়াজ ও তার স্ত্রী আলিয়ার মধ্যে আইনি লড়াই চলছিল, তবে এখন তারা সব ভুল বোঝাবুঝি মিটিয়ে ফেলেছেন।