ডেস্ক রিপোর্ট:
বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে ফিরেছে ১৫ বাংলাদেশি নারী-শিশু। ভারতে ২ বছর কারাভোগের পর তারা নিজ দেশে ফিরল।
গতকাল শুক্রবার রাত সাড়ে দশটায় ট্রাভেল পারমিটের মাধ্যমে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাদের বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করেন আনুষ্ঠানিকভাবে।
আজ শনিবার সকালে রাইটস যশোর নামে একটি এনজিও সংস্থা তাদের পরিবারের কাছে হস্তান্তরের জন্য থানা থেকে ছেড়ে তাদের নিজস্ব সেল্টার হোমে নিয়ে যায়।
ফেরত আসাদের মধ্যে নড়াইল, খুলনা ও সাতক্ষীরা জেলার বিভিন্ন স্থানের ৯ জন নারী ও ৬ জন শিশু রয়েছে।
এ প্রসঙ্গে বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইব্রাহিম আহমেদ জানান, প্রায় আড়াই বছর আগে দালালরা তাদের অর্থের বিনিময়ে ভালো কাজ দেওয়ার কথা বলে ভারতের মুম্বাই শহরে পাচার করে। পরে মুম্বাই রেল স্টেশনে তাদের রেখে দালালরা পালিয়ে যায়। সেখান থেকে পুলিশ তাদের আটক করে আদালতে নিয়ে যায়।
পরে আদালত তাদের ২ বছরের কারাদণ্ড প্রদান করেন। সাজার মেয়াদ শেষ হওয়ার পর আইনগত প্রক্রিয়ায় শুক্রবার রাত সাড়ে দশটায় ভারতীয় পুলিশ তাদের বাংলাদেশে ফেরত পাঠায়।
বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ওসি আরও জানান, ইমিগ্রেশনে সকল আনুষ্ঠানিকতা শেষে বেনাপোল পোর্ট থানায় ১৫ জনকে হস্তান্তর করা হয়েছে। রাইটস যশোর নামে একটি এনজিও সংস্থা তাদের পরিবারের কাছে হস্তান্তরের জন্য থানা থেকে ছেড়ে তাদের নিজস্ব সেল্টার হোমে নিয়ে যায়।