শনিবার,২২শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » শিক্ষক নিয়োগে অনিয়ম বিশ্ববিদ্যালয়গুলোর অগ্রগতি বন্ধ করে দিচ্ছে: উপদেষ্টা


শিক্ষক নিয়োগে অনিয়ম বিশ্ববিদ্যালয়গুলোর অগ্রগতি বন্ধ করে দিচ্ছে: উপদেষ্টা


পূর্বাশা বিডি ২৪.কম :
২২.১২.২০২৪

শিক্ষক নিয়োগেশিক্ষক নিয়োগে অনিয়ম বিশ্ববিদ্যালয়গুলোর অগ্রগতি বন্ধ করে দিচ্ছে: উপদেষ্টা

ডেস্ক রিপোর্ট:

শিক্ষা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেছেন, শিক্ষক নিয়োগে অনিয়ম পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোকে দীর্ঘমেয়াদে অক্ষম করে ফেলছে। শিক্ষকদের লেজুড়বৃত্তিক দলীয় রাজনীতি, ছাত্ররাজনীতির নামে ক্ষমতার প্রদর্শনসহ বিভিন্ন সমস্যা রয়েছে। সবচেয়ে গুরুতর সমস্যা হয়েছে গত দেড় দশকে। এর ফলে বিশ্ববিদ্যালয়গুলো এখন প্রতিষ্ঠানগতভাবে অক্ষম হওয়ার পথে চলে যাচ্ছে।

রবিবার রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত ‘প্রথম বাংলাদেশ উচ্চশিক্ষা সম্মেলন ২০২৪’-এ এসব কথা বলেন শিক্ষা উপদেষ্টা। তিনি বলেন, ‘এখন উচ্চ মাধ্যমিকের পর অনেক শিক্ষার্থী দেশের বাইরে চলে যায়, যা আমাদের সময়ে ছিল না। এটা বন্ধ করা উচিত। সে জন্য দেশের উচ্চশিক্ষার মান উন্নত করতে হবে।’

সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষা এবং গবেষণা বাড়ানোর প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে উপদেষ্টা বলেন, ‘পূর্ববর্তী সময়ে দেশের শিক্ষাঙ্গনে নানা সংকট সৃষ্টি হয়েছে। এখানে দুর্বৃত্তায়ন হয়েছে। আমরা সেগুলো বন্ধ করার চেষ্টা করছি, এজন্য উপাচার্যসহ অন্যান্য নিয়োগের ক্ষেত্রে যোগ্য ব্যক্তিদের নিয়োগ দেওয়া হচ্ছে।’

দেশের বাইরে থাকা অভিজ্ঞ শিক্ষক ও গবেষকদের দেশে ফিরিয়ে আনার উদ্যোগের কথা জানিয়ে ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, ‘এটা বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর জন্য একটি বড় সুযোগ হতে পারে। রিভার্স ব্রেইন ড্রেন হতে পারে। এজন্য বিশ্ববিদ্যালয়ের শীর্ষ কর্মকর্তাদের শিক্ষা ও গবেষণায় ভালো কাজ করতে হবে।’



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি