ছেলের প্রেম নিয়ে যা বললেন ধর্মেন্দ্র
সানি দেওল এবং ডিম্পল কাপাডিয়ার প্রেমের গল্প বলিউডের অন্যতম আলোচিত বিষয়। শোনা যায়, সানির সঙ্গে ডিম্পলের ঘনিষ্ঠতার কারণেই রাজেশ খান্না এবং ডিম্পলের দাম্পত্যে ফাটল ধরে।
১৯৮৪ সালে ‘মঞ্জিল মঞ্জিল’ ছবিতে প্রথম একসঙ্গে অভিনয় করেন সানি এবং ডিম্পল। এরপর ‘অর্জুন’, ‘আগ কা গোলা’, ‘নরসিমহা’ সহ একাধিক হিট ছবিতে তাদের জুটি দর্শকের মন জয় করে। তবে সানি এবং ডিম্পলের প্রেমের গুঞ্জন অভিনেতার স্ত্রী পূজা দেওলের কানে পৌঁছালে, তিনি বাড়ি ছেড়ে যাওয়ার হুমকি দেন। পারিবারিক চাপ এবং পরিস্থিতির কারণে তাদের সম্পর্ক শেষ পর্যন্ত কোনো পরিণতি পায়নি।
তবে বহু বছর পর, ২০১৭ সালে তাদের আবার একসঙ্গে দেখা যায়। এইবার দেশ নয়, লন্ডনে ডিম্পল এবং সানিকে হাতে হাত ধরে বসে থাকতে দেখা যায়। সেই ছবি নেটমাধ্যমে ভাইরাল হলে, পুরোনো গল্প আবার সামনে আসে।
সম্প্রতি, ‘গদর ২’ ছবির পরিচালক অনিল শর্মার সঙ্গে এক সাক্ষাৎকারে ধর্মেন্দ্র বলেন, “আমার দুই ছেলে খুবই সরল-সাদাসিধে। তাদের জীবনে কোনো বড় অভিনেত্রীর সঙ্গে সম্পর্কের গুঞ্জন শোনা যায়নি। বড় অভিনেত্রীরা তাদের পাত্তাও দেয়নি। তবে আমার সময় ছিল ভিন্ন। তখন সব বড় অভিনেত্রী আমার পেছনে ছিল।” -আনন্দবাজার