এ ঘটনায় ফারহান রনি নামে এক যুবককে আটক করেছে পুলিশ। রনি দক্ষিণ ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক শাহনেওয়াজ ভূঁইয়ার ছেলে। তিনি একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
নিহত নারীর পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি। তার মাথাবিহীন দেহের বেশিরভাগ অংশ পুড়ে গেছে। হাতে একটি চুরি থাকায় দেহটি নারীর বলে ধারণা করা হচ্ছে।
পুলিশ ও স্থানীয়দের ভাষ্যমতে, গাজির বাজার এলাকায় এনামুল নামে এক ব্যক্তির বাড়ি থেকে একটি রাজহাঁস চুরি হয়। সকালে হাঁস খুঁজতে গিয়ে শাহনেওয়াজ ভূঁইয়ার পরিত্যক্ত টিনের ঘর থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। সেখানে ফারহান রনি পাতা পোড়াচ্ছিলেন বলে জানান। তার বক্তব্য সন্দেহজনক হওয়ায় এনামুলের ভাই রোমানসহ স্থানীয়রা ঘরের ভেতর খোঁজ করেন। এ সময় ফারহান তাদের মারার হুমকি দেন। সন্দেহ আরও বাড়লে গ্রামের লোকজনসহ গর্তে পুড়তে থাকা একটি মরদেহ দেখতে পান। পরে পুলিশে খবর দিলে মরদেহ উদ্ধার করা হয়।
আখাউড়া থানার পরিদর্শক (তদন্ত) শাহীনূর ইসলাম বলেন, নিহতের দেহের বেশিরভাগ অংশ পুড়ে গেছে। মরদেহের পরিচয় শনাক্তের জন্য সিআইডি ও পিবিআইকে অবহিত করা হয়েছে।