চাঁদের বয়স নিয়ে নতুন গবেষণা থেকে চমকপ্রদ তথ্য
চাঁদের বয়স নিয়ে নতুন গবেষণা থেকে চমকপ্রদ তথ্য উঠে এসেছে। সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে, চাঁদের বয়স পূর্বে ধারণার চেয়ে অন্তত ১৬ কোটি বছর বেশি হতে পারে। ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া সান্তা ক্রুজের অধ্যাপক ফ্রান্সিস নিম্মো এবং তার দলের পরিচালিত গবেষণাটি ‘নেচার’ জার্নালে প্রকাশিত হয়েছে।
গবেষকরা চাঁদের তাপীয় মডেল, জ্বালামুখ এবং খনিজ পদার্থ বিশ্লেষণ করে জানিয়েছেন, চাঁদের বয়স হতে পারে প্রায় ৪৫১ কোটি বছর। এর আগে চাঁদের বয়স ৪৩৫ কোটি বছর বলে ধারণা করা হয়েছিল। গবেষণায় আরও দেখা গেছে, চাঁদের পৃষ্ঠ একাধিকবার উত্তপ্ত হয়ে গলে গিয়েছিল, যা এর প্রাচীন বৈশিষ্ট্যগুলো ঢেকে দিয়েছে।
বিজ্ঞানীরা মনে করেন, মঙ্গল আকারের একটি গ্রহের সঙ্গে পৃথিবীর সংঘর্ষের পর চাঁদের জন্ম হয়েছিল। সংঘর্ষের ফলে চাঁদের পৃষ্ঠ ম্যাগমা মহাসাগরে পরিণত হয়, যা পরে স্ফটিক আকারে পাথরে রূপান্তরিত হয়। তবে, গবেষকদের মতে, গরম ও ঠান্ডা পর্যায়ের প্রভাবের কারণে চাঁদের পৃষ্ঠ বারবার পরিবর্তিত হয়েছে, ফলে এর শিলার নমুনাগুলো আরও পুরোনো হতে পারে।
৪০০ কোটি বছর আগে গ্রহাণুর সংঘর্ষের পর চাঁদের পৃষ্ঠে কম সংখ্যক গর্ত থাকার কারণ গবেষণায় ব্যাখ্যা করা হয়েছে। গবেষকদের মতে, চাঁদের উত্তাপের কারণে এ গর্তগুলো মুছে যেতে পারে।
বর্তমানে চাঁদ নিয়ে বিশ্বের বিভিন্ন দেশের আগ্রহ ক্রমশ বাড়ছে। চাঁদের দক্ষিণ মেরুতে পানি থাকার সম্ভাবনা কেন্দ্র করে বিভিন্ন মহাকাশ গবেষণা সংস্থা প্রতিযোগিতা করছে। নাসা চাঁদের দক্ষিণ মেরুতে ঘাঁটি নির্মাণের পরিকল্পনা করছে, যা ভবিষ্যতে মানুষকে মঙ্গল গ্রহে পৌঁছাতে সহায়তা করবে।
চাঁদের বয়স নিয়ে এই নতুন গবেষণা মহাকাশ গবেষণায় নতুন দৃষ্টিভঙ্গি তৈরি করবে বলে মনে করছেন বিজ্ঞানীরা।