ষড়যন্ত্রকারীদের বিন্দু পরিমাণ ছাড় দেওয়া হবে না – আসিফ মাহমুদ ভূঁইয়া
ডেস্ক রিপোর্ট:
সচিবালয়ে আগুনের ঘটনায় হুঁশিয়ারি উচ্চারণ করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ ভূঁইয়া জানিয়েছেন, তাদের ব্যর্থ করার ষড়যন্ত্রে জড়িতদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকালে নিজের ফেসবুক পোস্টে তিনি এ হুঁশিয়ারি দেন।
তিনি উল্লেখ করেন, “স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের পূর্ববর্তী সময়ে হওয়া দুর্নীতি ও অর্থলোপাটের বিষয় নিয়ে আমরা কাজ করছিলাম। কয়েক হাজার কোটি টাকার লুটপাটের প্রমাণও পাওয়া গেছে। তবে আগুনে কতটা ক্ষয়ক্ষতি হয়েছে, তা এখনও জানা যায়নি।”
তিনি আরও বলেন, “আমাদের ব্যর্থ করার এই ষড়যন্ত্রে যারা জড়িত, তাদের বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না। বর্তমানে আমি নীলফামারীতে আছি। যত দ্রুত সম্ভব ঢাকায় ফিরে আসছি।”
জানা গেছে, যে ভবনে আগুন লেগেছে, সেখানে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের কার্যালয় অবস্থিত।
এদিকে, সকালে সচিবালয়ের সামনে এক ব্রিফিংয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, আগুনের ঘটনা তদন্তে একটি উচ্চক্ষমতাসম্পন্ন কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে। কেবিনেট সচিব এবং স্বরাষ্ট্র সচিবকে এই কমিটি গঠনের দায়িত্ব দেওয়া হয়েছে।
তিনি বলেন, “আগুন লাগে ষষ্ঠতলায়। ফায়ার সার্ভিসকে রাত ১টা ৫২ মিনিটে খবর দেওয়া হয়। তারা ১টা ৫৪ মিনিটে কাজ শুরু করে এবং সকাল ৮টা ৫ মিনিটে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা হয়। এই ঘটনায় আমাদের এক ফায়ার ফাইটার শাহাদাত বরণ করেছেন। দুর্ঘটনার সময় তিনি সচিবালয় থেকে বের হওয়ার পথে একটি ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হন এবং পরে মারা যান। এ ঘটনায় আরও দুই থেকে তিনজন আহত হয়েছেন, তবে তারা বর্তমানে সুস্থ আছেন।”