ক্যানসারের সঙ্গে লড়াই চালিয়ে অভিনয়ে ফিরলেন হিনা খান
বলিউড অভিনেত্রী হিনা খান ক্যানসারের মতো মারণ রোগের সঙ্গেও আপসহীন লড়াই চালিয়ে যাচ্ছেন। কেমোথেরাপি চলাকালীন যন্ত্রণা আর মানসিক চাপ সত্ত্বেও হিনা থেমে নেই। একাধিকবার কেমোথেরাপির সময়কার কষ্টের অভিজ্ঞতা শেয়ার করেছেন তিনি। তবে সেই যন্ত্রণা পেরিয়েও হিনা নিজের কাজ চালিয়ে যাচ্ছেন। কখনো ফ্যাশন শোয়ের র্যাম্পে হাঁটছেন, কখনো আবার ফটোশুটে নিজের প্রতিভা মেলে ধরছেন। এবার তিনি পাকাপাকি ভাবে কাজে ফিরছেন।
ছোট পর্দা দিয়ে ক্যারিয়ার শুরু করেছিলেন হিনা। এবার ওটিটি প্ল্যাটফর্মে নতুন রূপে ফিরে আসছেন। ‘গৃহলক্ষ্মী’ নামক একটি ওয়েব সিরিজে অভিনয় করছেন তিনি। এই সিরিজে উঠে আসবে টিকে থাকার সংগ্রামের গল্প। হিনার পাশাপাশি এখানে অভিনয় করবেন চাঙ্কি পাণ্ডে, দিব্যেন্দু ভট্টাচার্য এবং রাহুল দেব।
এখনও হিনার ক্যানসারের চিকিৎসা চলছে। চিকিৎসার বিভিন্ন পর্যায়ে শারীরিক ও মানসিক কষ্টের কথা তিনি অনুরাগীদের সঙ্গে শেয়ার করেছেন। সম্প্রতি ইনস্টাগ্রামে একটি পোস্টে হিনা জানান, গত ১৫-২০ দিন তার জন্য খুবই কঠিন ছিল। তিনি লিখেছেন, “শারীরিক ও মানসিকভাবে অত্যন্ত কঠিন সময় ছিল। আমি জানতাম, প্রতিকূলতা আসবে। তা সত্ত্বেও ঠিক করেছিলাম, লড়াই চালিয়ে যাব। যত কঠিন পরিস্থিতিই আসুক, তার সামনে মাথা নত করব না। তাই সব শক্তি দিয়ে লড়েছি, আর এখনও লড়াই করছি।”
কিছু মাস আগে হিনা নিজেই জানান, তিনি ক্যানসারের তৃতীয় পর্যায়ে রয়েছেন। কিন্তু এই রোগ সত্ত্বেও কাজ থেকে বিরতি না নেওয়ার কারণও তিনি প্রকাশ করেছিলেন। হিনা বলেন, ক্যানসার আক্রান্ত অনেকের সঙ্গেই তার দেখা হয়েছে। তাদের জীবনযুদ্ধ তাকে অনুপ্রাণিত করেছে।
তিনি আরও বলেন, “অনেক ক্যানসার রোগীর সঙ্গে আলাপ হয়েছে। কেউ আমার থেকে ভালো অবস্থায় রয়েছেন, কেউ আমার থেকেও খারাপ। কিন্তু যেভাবে তারা প্রতিদিন লড়াই চালাচ্ছেন, তা আমার কাছে প্রেরণা। কেমোথেরাপি নেওয়ার পরও কেউ লোকাল ট্রেন বা বাসে যাতায়াত করেন, কারো মুখে থাকে অদ্ভুত হাসি। এমনকি অনেকেই একা চিকিৎসকের কাছে আসেন, তারপর অফিসে চলে যান। তাদের এই অভিজ্ঞতা আমাকে সাহস জুগিয়েছে।”
হিনার এই লড়াই আর সংগ্রামের গল্প তার ভক্তদের কাছে অনুপ্রেরণার এক নতুন উদাহরণ হয়ে উঠেছে।