জাতীয় নাগরিক কমিটি কোনো রাজনৈতিক প্ল্যাটফর্ম নয়, ভবিষ্যতেও থাকবে না
জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম বলেছেন, জাতীয় নাগরিক কমিটি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে একটি দায়িত্ব গ্রহণ করেছে। তিনি উল্লেখ করেন যে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি কোনো রাজনৈতিক প্ল্যাটফর্ম নয়, এবং ভবিষ্যতেও এটি হবে না।
শুক্রবার (২৭ ডিসেম্বর) দুপুরে পঞ্চগড় সরকারি অডিটোরিয়ামে জাতীয় নাগরিক কমিটির আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
সারজিস আলম আরও বলেন, ‘আগামীতে বাংলাদেশের যে সরকারই ক্ষমতায় আসুক, জাতীয় নাগরিক কমিটি তাদের প্রতি জবাবদিহিতা নিশ্চিত করতে একটি প্রেশার গ্রুপ হিসেবে কাজ করবে। এছাড়া, আগামী বাংলাদেশে নেতৃত্ব তৈরির কাজেও জাতীয় নাগরিক কমিটি ভূমিকা রাখবে।’
এসময় তিনি শেখ হাসিনার সরকারকে সমালোচনা করে বলেন, গত ১৬ বছরে তিনি কিছু অবকাঠামো উন্নয়ন করলেও, এর মধ্যে নানা অপকর্ম করেছেন।