শনিবার,২২শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » আগামী বিজয় দিবসের আগে জুলাই গণহত্যার বিচার সম্পন্ন করা হবে: আইন উপদেষ্টা


আগামী বিজয় দিবসের আগে জুলাই গণহত্যার বিচার সম্পন্ন করা হবে: আইন উপদেষ্টা


পূর্বাশা বিডি ২৪.কম :
২৮.১২.২০২৪

আগামী বিজয় দিবসের আগেআগামী বিজয় দিবসের আগে জুলাই গণহত্যার বিচার সম্পন্ন করা হবে: আইন উপদেষ্টা

ডেস্ক রিপোর্ট:

আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন যে আগামী বিজয় দিবসের আগে জুলাই গণহত্যার বিচার সম্পন্ন হবে।

শনিবার (২৮ ডিসেম্বর) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে সংস্কার বিষয়ক এক জাতীয় সংলাপে তিনি এ কথা বলেন। শেখ হাসিনা সরকারের সময় ঘটে যাওয়া গুম-খুন এবং জুলাই-আগস্টের গণহত্যার বিচারের চ্যালেঞ্জ নিয়ে দ্বিতীয় দিনের মতো এই সংলাপ চলছে।

ড. আসিফ নজরুল বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারক এবং তদন্ত কর্মকর্তার অভাব ছিল। তবে এক সপ্তাহের মধ্যে প্রসিকিউশন টিম গঠন করা হয়েছে। বিচার প্রক্রিয়ায় কোনো গাফিলতি বা তাড়াহুড়ো করা হবে না, এবং তা নিয়ে কারো প্রশ্ন ওঠার সুযোগ থাকবে না। বিচার নিয়ে কোনো বিলম্ব হচ্ছে না, এ ব্যাপারে তিনি নিশ্চিত করেন।

তিনি আরও উল্লেখ করেন, বিচার কাজ আইন বিভাগের মাধ্যমেই সম্পন্ন হবে এবং কোনো ধরনের গাফিলতি সহ্য করা হবে না। পাশাপাশি তিনি প্রশ্ন তোলেন, কেন হাসান মাহমুদ এবং ওবায়দুল কাদেরের মতো নেতারা পালিয়ে গেছেন। তিনি জানান, স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে এ বিষয়ে জবাবদিহি চাওয়া হবে।

ড. আসিফ নজরুল বলেন, শেখ হাসিনা পালানোর পর পাবলিক প্রসিকিউটররাও (পিপি) গা-ঢাকা দিয়েছেন। দেশের ৫১টি জেলা থেকে পিপিরা গায়েবি মামলার তথ্য পাঠিয়েছে।

এছাড়া, মামলার শুনানি এবং আসামিদের হাতকড়া পরানো নিয়ে সমালোচনার বিষয়েও তিনি মন্তব্য করেন। তিনি বলেন, মানবতাবিরোধী অপরাধের বিচারের সময় আসামিদের আইনজীবীর অনুরোধে তিন মাস সময় দেওয়া হয়েছিল। তবে এখন সেই সময়সীমা এক মাসে নামিয়ে আনা হয়েছে। তৎকালীন সময়ে আসামিদের হাতকড়া পরানো হয়নি এবং এখনো পরানো হচ্ছে না।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি