‘বাংলাদেশ মেধাবী ও দুস্থ সহযোগী সেবা সংঘে’র উদ্যোগে গরীবদের মাঝে শীতবস্ত্র বিতরণ
দেশে চলছে কনকনে শীত, পাশাপাশি ঘন কুয়াশায় অসহায় দারিদ্র মানুষের কষ্টের সীমা নেই। এসব হতদরিদ্র শীতার্ত মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন ‘বাংলাদেশ মেধাবী ও দুস্থ সহযোগী সেবা সংঘ’। এই সংঘের উদ্যোগে তেতুলিয়া ও পঞ্চগড় সদর উপজেলার গরীব ও দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
২৬ ডিসেম্বর (বৃহস্পতিবার) ও ২৮ ডিসেম্বর (শনিবার) তেতুলিয়া থানার মানিক ডোবা গ্রাম ও পঞ্চগড় সদর উপজেলার কামাতপারায় এ শীত বস্ত্র বিতরণ করে সংগঠনটি। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ মেধাবী ও দুস্থ সহযোগী সেবা সংঘের নির্বাহী পরিচালক নাজমুল হাসান পাপন, ব্যবস্থাপনা পরিচালক জামিল আহমেদ,
রংপুর বিভাগীয় নির্বাহী পরিচালক মো. মাহতাফ হাসান জিসান, দুর্নীতি দমন ইউনিটের পরিচালক মো. জাফর ইকবাল ইনান ও রংপুর বিভাগীয় ব্যবস্থাপনা পরিচালক মো. সাদমান সাকিব।
সেবা সংঘের রংপুর বিভাগীয় নির্বাহী পরিচালক মো. মাহতাফ হাসান জিসান জানান, ‘পঞ্চগড় বাংলাদেশের সর্ব উত্তরের শীত প্রধান একটি জেলা।শীতের কনকনে ঠান্ডা যেন শীতার্তদের কষ্ট না হয় সেই লক্ষ্যে আমরা সমাজের অসহায় দুস্থ ও অস্বচ্ছল মানুষের পাশে দাড়িয়েছি। এ জন্য বাংলাদেশ মেধাবী ও দুস্থ সহযোগী সেবা সংঘের সকল সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আরো কৃতজ্ঞতা প্রকাশ করছি যারা এই কার্যক্রমকে সফল করার জন্য মেধা, শ্রম ও আর্থিকভাবে সহায়তা করেছেন। এ বছর পঞ্চগড় সদর ও তেতুলিয়া উপজেলায় শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।’
শীত বস্ত্র নিতে আসা কয়েজন তাদের অনুভূতি প্রকাশ করতে গিয়ে জানান, ‘আমাদের পঞ্চগড় সদর উপজেলায় অনেক শীত, শীতের রাতে থাকতে খুব কষ্ট হয় আমাদের। যে সংস্থা থেকে আমাদের জন্য কম্বলের ব্যবস্থা করছে তাদের ধন্যবাদ জানায়। ‘
দরিদ্র, মেধাবী ও অসহায় মানুষদের সাহায্য ও সহযোগিতার ব্রতী নিয়ে ২০১৯ সালের ১২ এপ্রিল প্রতিষ্ঠিত হয় বাংলাদেশ মেধাবী ও দুস্থ সহযোগী সেবা সংঘ। বর্তমানে দেশের তিনটি বিভাগ চট্টগ্রাম, সিলেট ও রংপুরে এ সংঘঠনের কর্যক্রম চলমান রয়েছে।