২৪-এর মুক্তিযুদ্ধা তরুণদের আকাঙ্ক্ষায় নতুন বাংলাদেশ গড়ে উঠবে
জামায়াতে ইসলামীর আমির ড. শফিকুল রাহমান বলেছেন, ‘আগামী বাংলাদেশ চলবে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী তরুণদের আকাঙ্ক্ষা অনুযায়ী। নতুন বাংলাদেশে ফ্যাসিবাদ বিরোধী সব রাজনৈতিক দল একত্রিত থাকবে।’
শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে খেলাফত মজলিসের দ্বাদশ সাধারণ পরিষদের অধিবেশনে তিনি এ কথা বলেন।
ড. শফিকুল রাহমান আরও বলেন, আলেম-ওলামা ও ইসলামী দলগুলোর জন্য ঐক্য থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যাতে কেউ তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে না পারে। তিনি জানান, সব ইসলামী দল একতাবদ্ধ থাকলে কোনো ধরনের ষড়যন্ত্র সফল হবে না।
জামায়াতে ইসলাম ছাড়াও খেলাফত মজলিসের দ্বাদশ সাধারণ পরিষদের অধিবেশনে বিএনপি, জামায়াত, এবিপার্টি, ইসলামি আন্দোলনসহ অন্যান্য দলের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
শনিবার সকাল ৯টার মধ্যে সারা দেশ থেকে হাজার হাজার খেলাফত মজলিস ও অন্যান্য দলের প্রতিনিধিরা অধিবেশন স্থলে উপস্থিত হন।
অধিবেশনটি উদ্বোধন করেন খেলাফত মজলিসের উপদেষ্টা ও সাবেক আমির অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইসহাক। সভাপতিত্ব করেন খেলাফত মজলিসের বর্তমান আমির মাওলানা আব্দুল বাছিত আজাদ।