ব্রাহ্মণবাড়িয়ায় ৫০ বোতল ফেন্সিডিলসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার
ব্রাহ্মণবাড়িয়ায় সরাইলে ঢাকা গামী যাত্রীবাহী বাস থেকে ৫০ বোতল ফেন্সিডিলসহ তাহমিনা সরকার (২৮) নামের এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রবিবার (২৯ ডিসেম্বর) দুপুরে উপজেলার নোয়াগাও ইউনিয়নের ইসলামাবাদ (গোগত) হোটেলের সামনে পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ঢাকা-সিলেট মহাসড়কের উপর থেকে তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত তাহমিনা সরকার ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার তালশহর ইউনিয়নের অষ্টমগ্রামের দক্ষিণ পাড়ার আব্দুল বারেক মিয়ার মেয়ে।
পুলিশ সূত্রে জানা যায়, রবিবার দুপুরে সরাইল থানার অফিসার ইনচার্জের নির্দেশনায় সরাইল থানার এসআই (নিরস্ত্র) মোঃ আবু তাহের সঙ্গীয় অফিসার ফোর্সসহ মোবাইল ডিউটি ও বিশেষ অভিযান পরিচালনা করেন। এসময় সরাইল থানাধীন নোয়াগাঁও ইউনিয়নের ইসলামাবাদ (গোগদ) হোটেল এর সামনে ঢাকা-সিলেট মহাসড়কের উপর সিলেট থেকে ঢাকাগামী একটি বাস তল্লাশি করে ৫০ বোতল ফেন্সিডিলসহ একজন নারী মাদক কারবারি যাত্রীকে আটক করা হয়।
সরাইল থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ রফিকুল হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, ফেন্সিডিলসহ এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।