শনিবার,২৫শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » নির্বাচন কমিশনের লক্ষ্য যুবকদের ভোটার তালিকায় আনা: সিইসি


নির্বাচন কমিশনের লক্ষ্য যুবকদের ভোটার তালিকায় আনা: সিইসি


পূর্বাশা বিডি ২৪.কম :
২৯.১২.২০২৪

নির্বাচন কমিশনেরনির্বাচন কমিশনের লক্ষ্য যুবকদের ভোটার তালিকায় আনা: সিইসি

ডেস্ক রিপোর্ট:

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে যুবকদের ভোটার তালিকায় যুক্ত করতে কিছু পরিবর্তন আনা হবে

রবিবার রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ড. বদিউল আলম মজুমদারের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সিইসি এ কথা বলেন।

তিনি জানান, “সংস্কার কমিশন আমাদের সঙ্গে আলোচনা করতে এসেছে। তারা তাদের প্রতিবেদন শিগগিরই সরকারের কাছে জমা দেবে। আমাদের কোনো সুপারিশ বা মতামত আছে কিনা, সেটি জানতে চেয়েছে। আমরা আমাদের প্রয়োজনীয় বিষয়গুলো জানিয়েছি।”

আলোচনার বিষয়বস্তু
সিইসি বলেন, বৈঠকে ভোটার তালিকা এবং ডেলিমেটেশন (নির্বাচনী সীমানা) সংক্রান্ত বিভিন্ন বিষয় আলোচনা হয়েছে। তিনি আরও বলেন, “যুবকদের ভোটার তালিকায় আনতে হলে কিছু পরিবর্তন করতে হবে। আমরা তাদের প্রস্তাব জানার চেয়ে আমাদের প্রয়োজনীয়তাগুলো তুলে ধরেছি।”

নির্বাচন সময়সূচি প্রসঙ্গে
রাজনৈতিক দলগুলো আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাইলেও এটি কতটা সম্ভব—এ প্রশ্নের উত্তরে সিইসি বলেন, “প্রধান উপদেষ্টা ইতোমধ্যেই জানিয়েছেন যে, মিনিমাম সংস্কার করলে নতুন বছরের শেষ নাগাদ নির্বাচন সম্ভব। আর প্রকৃত সংস্কার করতে হলে পরবর্তী বছরের জুন মাস লাগবে। আমরা সেই অনুযায়ী প্রস্তুতি নিচ্ছি।”

সংস্কার কমিশনের বক্তব্য
সংস্কার কমিশনের প্রধান ড. বদিউল আলম মজুমদার বলেন, “আমরা ৩১ ডিসেম্বরের মধ্যে প্রতিবেদন দেওয়ার চেষ্টা করব। যদি সম্ভব না হয়, তাহলে জানুয়ারির ৩ তারিখের মধ্যে প্রতিবেদন জমা দেব।”

তিনি আরও জানান, “নির্বাচন কমিশন স্টেকহোল্ডার হওয়ায় আমরা তাদের প্রস্তাব জানতে চেয়েছি এবং তাদের প্রয়োজনীয়তাগুলো শুনেছি।”

সংক্ষেপে:
ভোটার তালিকায় যুবকদের অন্তর্ভুক্ত করতে ও নির্বাচন ব্যবস্থা আরও শক্তিশালী করতে নির্বাচন কমিশন এবং সংস্কার কমিশন একসঙ্গে কাজ করার গুরুত্বের ওপর জোর দিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি