শনিবার,২৫শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » দেশের প্রতি ভালোবাসা দেশপ্রেমিকদের দেশ ছাড়তে দেয় না: আমীর


দেশের প্রতি ভালোবাসা দেশপ্রেমিকদের দেশ ছাড়তে দেয় না: আমীর


পূর্বাশা বিডি ২৪.কম :
৩০.১২.২০২৪

দেশপ্রেমিকদেরদেশের প্রতি ভালোবাসা দেশপ্রেমিকদের দেশ ছাড়তে দেয় না: আমীর

ডেস্ক রিপোর্ট:

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, “যারা দেশের প্রতি ভালোবাসা এবং দরদ রাখেন, তারা কখনও দেশ ছেড়ে পালাতে পারেন না। দেশপ্রেমিকরা দেশ ছেড়ে পালায় না।” তিনি বলেন, “বিগত সরকার জামায়াতে ইসলামীর ১১ জন নেতাকে হত্যা করেছে। তারা পালানোর চেষ্টা করেননি, কারণ দেশপ্রেমিকরা এমনটি করেন না।”

সোমবার সকালে দিনাজপুরের বীরগঞ্জ সরকারি কলেজ মাঠে উপজেলা জামায়াতে ইসলামী আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, “৫ আগস্ট বাংলাদেশের জন্য একটি ঐতিহাসিক দিন। আগে মানুষ ভয়ে কথা বলতে পারতো না। কিন্তু এখন মানুষ কথা বলার স্বাধীনতা পেয়েছে।”

তিনি আরো বলেন, “বিগত শাসকরা জনগণের আমানতের সঠিক রক্ষণাবেক্ষণ করেনি। তারা দুর্নীতি, লুটপাট ও অর্থ পাচারের মাধ্যমে দেশকে ক্ষতিগ্রস্ত করেছে। গত সাড়ে ১৬ বছরে ২৬ লাখ কোটি টাকা দেশের বাইরে পাচার হয়েছে।”

দেশের সাম্প্রদায়িক সম্প্রীতির কথা উল্লেখ করে তিনি বলেন, “বাংলাদেশে আমরা যুগ যুগ ধরে শান্তিপূর্ণভাবে পাশাপাশি বসবাস করছি। কিন্তু কিছু মহল সাম্প্রদায়িক উস্কানি দিয়ে এই সম্প্রীতি নষ্ট করতে চায়। আমরা সংখ্যালঘু বা সংখ্যাগুরু ভেদাভেদ মানি না; আমরা সবাই এই দেশের নাগরিক।”

প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, “১৭ বছর বয়সীদের ভোটার করার সিদ্ধান্ত অত্যন্ত প্রশংসনীয়। আমাদের তরুণরা স্বৈরাচারী সরকারের পতন ঘটিয়েছে। আমরা তাদের নেতৃত্বে এ দেশ গড়তে চাই।”

পথসভায় সভাপতিত্ব করেন কারী মো. আজিজুর রহমান। এসময় বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, মাওলানা আব্দুল হালিম, অধ্যক্ষ মমতাজ উদ্দিন, মো. আনোয়ারুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।

পথসভা শেষে সড়ক দুর্ঘটনায় নিহত জামায়াত নেতা মাওলানা খোদা বখসের কবর জিয়ারত ও তার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। এরপর ঠাকুরগাঁওয়ে কর্মী সম্মেলনে যোগদানের উদ্দেশ্যে রওনা হন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি