‘ভারতীয় মেয়েদের সঙ্গে প্রেম করি না’
২০২৩ সালে ভারতীয় সংগীতশিল্পী হানি সিং এবং তার স্ত্রী শালিনী তালওয়ারের দাম্পত্য জীবনের ইতি ঘটে। শালিনী তার বিরুদ্ধে শারীরিক নির্যাতনের অভিযোগ তোলেন, যা গড়ায় আইনি লড়াই পর্যন্ত। ওই বছরই ১ কোটি রুপির খোরপোশের বিনিময়ে শালিনী তাদের সম্পর্ক চূড়ান্তভাবে শেষ করেন।
এরপর হানি সিং নিজের জীবনে এগিয়ে যান এবং নতুন সম্পর্কে জড়ান। তবে ভারতীয় নারীদের ডেট করার বিষয়ে তার কিছু আপত্তি রয়েছে। এ প্রসঙ্গে তিনি জানান, ‘আমি একজন ভারতীয় সেলিব্রিটি। ভারতীয় নারীরা আমাকে চেনেন এবং আমি কেমন মানুষ সে সম্পর্কে তাদের একটি পূর্বধারণা রয়েছে। তাই তারা আমার সেলিব্রিটি পরিচয় ভালোবাসছে নাকি আমাকে ভালোবাসছে, তা বোঝা কঠিন।’
হানি আরও জানান, বর্তমানে তিনি একটি সম্পর্কে আছেন, তবে তার প্রেমিকা ভারতীয় নন। সাক্ষাৎকারে তিনি নিজের বহুগামিতার কথাও স্বীকার করেন। তিনি বলেন, ‘তাদের আমি আমার আসল নাম বলি না। বলি আমার নাম মাহির।’
তবে তার এই বক্তব্য নেটিজেনদের একাংশ ভালোভাবে নেননি। তারা প্রশ্ন তুলেছেন, ‘সম্পর্কে থাকাকালীন অন্য নারীদের সঙ্গে অবাধ মেলামেশা কি আদৌ উচিত?’