করণ জোহরের নতুন ছবিতে ‘কিসিক’খ্যাত শ্রীলীলা, বিপরীতে কার্তিক আরিয়ান!
দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির সুপারস্টার আল্লু অর্জুনের ‘পুষ্পা ২: দ্য রুল’ ছবিতে নজর কেড়েছেন শ্রীলীলা। দর্শকদের মনে ছিল সংশয়— অভিনেত্রী সামান্থা রুথ প্রভুর মতো কি তিনি লাস্যে মাত করতে পারবেন? সেই পরীক্ষায় উতরে গেছেন দক্ষিণী অভিনেত্রী শ্রীলীলা। বর্তমানে তিনি বলিউডে পা রাখতে চলেছেন। পরিচালক করণ জোহরের আগামী ছবিতে ‘কিসিক’খ্যাত শ্রীলীলার অভিষেক হতে যাচ্ছে। তার বিপরীতে কোন অভিনেতাকে দেখা যাবে?
‘পুষ্পা: দ্য রুল’ ছবিতে সামান্থার ‘উ আন্তাভা’ গানে মেতে উঠেছিল দর্শকরা। তাই দক্ষিণী অভিনেত্রী শ্রীলীলার উপর ছিল অনেক প্রত্যাশা। তবে ‘আইটেম সং’-এ তিনিও যে পিছিয়ে নেই, তা প্রমাণ করেছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে তার ভিডিও ঘুরে বেড়াচ্ছে। শ্রীলীলা যে লম্বা দৌড়ের ঘোড়া, তা মেনে নিয়েছেন দর্শকরা।
এদিকে, শ্রীলীলা এখন বলিউডের দিকে নজর দিয়েছেন। জানা গেছে, ধর্ম প্রযোজনা সংস্থার আগামী ছবিতে তিনি কাজ করবেন। এছাড়াও আরও বেশ কয়েকটি প্রযোজনা সংস্থা এতে জড়িত। একটি সূত্র জানিয়েছে, বলিউডে তার বিপরীতে দেখা যাবে কার্তিক আরিয়ানকে। এ বিষয়ে কার্তিক আরিয়ান জানিয়েছেন, শ্রীলীলাকে পর্দায় দেখতে দারুণ লাগবে এবং তার সঙ্গে জুটি ভালো হবে। একেবারে নতুন জুটি হবে এটি। যদিও প্রাথমিক পর্যায়ের কথাবার্তা চলছে, তবে আগামী কয়েক দিনের মধ্যে বিষয়টি নিশ্চিত হয়ে যাবে। দুজনকে একসঙ্গে পর্দায় দেখতে দর্শকরা উচ্ছ্বসিত।
এদিকে, খবর রয়েছে যে, আগামীতে করণ জোহরের ছবিতে কার্তিক আরিয়ান কাজ করছেন। ধর্ম প্রযোজনা সংস্থার এই ছবির নাম ‘তু মেরি ম্যায় তেরা, ম্যায় তেরা তু মেরি’। পরিচালক সমীর বিদওয়ান।
এর আগে ‘দোস্তানা ২’ নিয়ে কিছু সমস্যার কারণে পরিচালক করণ জোহরের সঙ্গে কার্তিকের সম্পর্ক কিছুটা টানাপোড়েনের মধ্যে ছিল। বহু দিন ধরে ছবির প্রস্তুতি চললেও হঠাৎ করেই তিনি এই ছবিটি থেকে বেরিয়ে যান। কিন্তু এবার করণ ও কার্তিক একসঙ্গে কাজ করছেন। তাই দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে এই নতুন ছবিটি নিয়ে। এখন দেখার বিষয়, ‘কিসিক’কন্যা শ্রীলীলা কার্তিকের বিপরীতে পর্দায় দেখা দেবেন কি না।