কুমিল্লা শহরে দুই কিশোর গ্যাং গ্রুপের অস্ত্রের মহড়া
কুমিল্লা শহরের দক্ষিণ চর্থা ও রাণীর দিঘীরপাড়ে কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের মাঝে সংঘর্ষ হয়েছে। এ সময় নগরীর কান্দিরপাড়ে দেশিয় অস্ত্রশস্ত্র নিয়ে ব্যাপক শোডাউন করতে দেখা যায় একটি গ্রুপকে।
শুক্রবার ( ৩ জানুয়ারি) সোয়া ৪ টায় কুমিল্লা শহরের দক্ষিণ চর্থা ও রানীর দিঘীর পাড় এলাকায় কিশোর গ্যাংয়ের ধর্মপুর গ্রুপ (টোকাই) ও মহিলা কলেজ এলাকার গ্রুপের (টোকাই) মাঝে সংঘর্ষ হয়। উক্ত সময় উভয় গ্রুপের ব্যক্তিদের হাতে চাপাতি, চাইনিজ কুড়াল ও দেশীয় অস্ত্রসহ মহড়া দিতে দেখা যায় এবং রানীর দিঘির পাড়ে ২/৩ টি আতশবাজি (পটকা) ফুটিয়ে আতঙ্কের সৃষ্টি করে।
মূলত কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের খেলার মাঠে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে উভয় গ্রুপের মধ্যে উক্ত সংঘর্ষের ঘটনাটি ঘটে বলে জানা যায়।
কোতয়ালি থানা পুলিশ এবং সেনাবাহিনীর আদর্শ সদর ক্যাম্পের একটি পেট্রোল দুষ্কৃতিকারীদের ছত্রভঙ্গ করে দেয়।
উক্ত সংঘর্ষে কোনো হতাহতের ঘটনা ঘটেনি এবং বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম জানান, এখন পরিস্থিতি শান্ত। শহর জুড়ে পুলিশের টহল অব্যাহত রয়েছে। কিশোর গ্যাং সদস্যদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।