শুক্রবার,২৪শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ


রোজার চোখে জল: বাবার স্মৃতিতে ভাসলেন তিনি


পূর্বাশা বিডি ২৪.কম :
০৫.০১.২০২৫

বাবার স্মৃতিতেরোজার চোখে জল: বাবার স্মৃতিতে ভাসলেন তিনি

বিনোদন ডেস্ক:

বছরের শুরুতেই ভক্তদের জন্য বিস্ময়ের খবর নিয়ে হাজির হয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান। কোনো ধরনের পূর্বাভাস ছাড়াই নতুন জীবনের সূচনা করেছেন তিনি। তাহসানের নববধূ রোজা আহমেদকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তোলপাড় শুরু হয়েছে।

রোজার পরিচয় নিয়ে অনেকে জানতে আগ্রহী ছিলেন। জানা গেছে, রোজা একজন যুক্তরাষ্ট্রপ্রবাসী মেকওভার আর্টিস্ট। নিউইয়র্কের কুইন্সে তিনি প্রতিষ্ঠা করেছেন ‘রোজাস ব্রাইডাল মেকওভার’। ফেসবুকে তার এই পেজের অনুসারীর সংখ্যা ১২ লাখের বেশি।

রোজা তার সংগ্রামী জীবনের কথা শেয়ার করেছিলেন একটি স্ট্যাটাসে। ২০২৪ সালের ৪ জুন তার ফেসবুক পেজে দেওয়া সেই আবেগঘন লেখাটি সম্প্রতি আবার ভাইরাল হয়েছে। সেখানে তিনি শৈশবের সুখস্মৃতি, বাবার আকস্মিক মৃত্যু, এবং পরবর্তী সময়ের লড়াইয়ের কথা উল্লেখ করেছেন।

রোজার বাবা ছিলেন বরিশালের পরিচিত যুবলীগ নেতা ফারুক আহমেদ, যিনি ‘পানামা ফারুক’ নামে পরিচিত। ২০১৪ সালে র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে তিনি মারা যান। বাবার মৃত্যু রোজার জীবনে বড় ধাক্কা নিয়ে আসে। তার লেখায় উঠে এসেছে, বাবার মৃত্যুর পর পরিবার কীভাবে প্রভাব ও সম্মান হারিয়ে ফেলে এবং সেই সময়ের মানসিক ও আর্থিক চ্যালেঞ্জ কীভাবে মোকাবিলা করেছেন তিনি।

তিনি লিখেছেন, ছোটবেলায় বাবার আদরের “পরী” হিসেবে বড় হয়েছিলেন। কিন্তু বাবার অনুপস্থিতি তাদের জীবনকে কঠিন করে তোলে। আত্মীয়-স্বজনের কাছে অসহায় পরিস্থিতি, সম্পত্তির ভাগ-বাটোয়ারা নিয়ে টানাপোড়েন, এবং সমাজের নানা কটূক্তি সবই সামলাতে হয়েছে তাকে। তবে তিনি পড়াশোনা ও স্বপ্ন পূরণে কখনো পিছু হটেননি। নিজের অবস্থান তৈরি করতে প্রতিনিয়ত সংগ্রাম করেছেন।

এমন সংগ্রামী জীবন যাপনের পর, আজ তিনি একজন সফল উদ্যোক্তা। তাহসানের সঙ্গে জীবনের নতুন অধ্যায় শুরু করে তিনি ভক্ত-অনুরাগীদের কাছে অনুপ্রেরণা হয়ে উঠেছেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি