সুষ্ঠু, স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচন দিতে নির্বাচন কমিশন প্রতিশ্রুতিবদ্ধ: সিইসি
নির্বাচন কমিশন সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচন অনুষ্ঠানে প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেছেন, নির্বাচন সংশ্লিষ্ট সবাইকে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। রোববার (৫ জানুয়ারি) ঢাকার নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি-২০২৫ উপলক্ষ্যে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষকদের প্রশিক্ষণ (টিওটি) অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
সিইসি বলেন, “গতানুগতিক পদ্ধতিতে কাজ করার সুযোগ নেই। দেশের ১৮ কোটি মানুষের ভোটাধিকার নিশ্চিত করতে কমিশন সুষ্ঠু, স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ। সংশ্লিষ্ট সবাইকে সততা ও পেশাদারিত্ব বজায় রেখে কাজ করতে হবে। কমিশন কোনো ইচ্ছাকৃত ভুল করবে না, এটি আমরা নিশ্চিত করছি।”
অনুষ্ঠানে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ, নির্বাচন কমিশনার তাহমিদা আহমদ, নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার এবং নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ।
নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেন, “ভোটে জনগণের আস্থা ফিরিয়ে আনতে স্বচ্ছতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে। সঠিক ও নির্ভুল ভোটার তালিকা প্রণয়ন সুষ্ঠু নির্বাচনের অন্যতম পূর্বশর্ত। তাই এই তালিকা হালনাগাদে সর্বোচ্চ সতর্কতা ও সততা নিশ্চিত করতে হবে।”
নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার বলেন, “নির্বাচন ব্যবস্থায় যে কলুষিত অবস্থা সৃষ্টি হয়েছে, তা পুনরুদ্ধারে প্রয়োজনীয় সব পদক্ষেপই নেবে কমিশন। ভোটার তালিকা হালনাগাদে কোনো ধরনের অনিয়ম, অবহেলা বা অস্বচ্ছতা সহ্য করা হবে না।”