পলক ও জ্যোতিকে দুর্নীতির মামলায় গ্রেপ্তার দেখানো হলো
সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ছেলে শাফি মোদ্দাছির খান জ্যোতিকে দুর্নীতির মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেছেন আদালত। আজ সোমবার ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. জাকির হোসেন গালিব এ আদেশ দেন।
আদালতে তাদের উপস্থিতিতে শুনানি শেষে বিচারক গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন। এরপর পলকের পক্ষ থেকে আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখি জামিনের আবেদন করেন। তবে দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রসিকিউটর মাহমুদ হোসেন জাহাঙ্গীর এই জামিন আবেদনের বিরোধিতা করেন। শুনানি শেষে আদালত তাদের জামিন আবেদন নামঞ্জুর করেন এবং কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এর আগে গত ১ জানুয়ারি মামলার তদন্ত কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক আল আমিন পলকের বিরুদ্ধে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। একই দিনে জ্যোতির বিরুদ্ধে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন দুদকের সহকারী পরিচালক মো. আবুল কালাম আজাদ। ওই দিন আদালত শুনানির তারিখ ৬ জানুয়ারি নির্ধারণ করেন।
পলকের আবেদনে বলা হয়, তিনি যাত্রাবাড়ি থানার আরেক মামলায় গ্রেপ্তার হয়ে বর্তমানে কারাগারে আছেন। সেই সঙ্গে তিনি দুদকের ঢাকা-১ সমন্বিত জেলা কার্যালয়ের একটি মামলার এজাহারভুক্ত আসামি। তাই এই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো অত্যন্ত জরুরি।
অন্যদিকে, জ্যোতির আবেদনে উল্লেখ করা হয়, তার বাবা আসাদুজ্জামান খান কামালের সঙ্গে যোগসাজশে তিনি প্রায় ১৯ কোটি ৮৯ লাখ ৭৮ হাজার ৫০২ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করেছেন। এছাড়াও তার নামে বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান খুলে ব্যাংক হিসাবের মাধ্যমে প্রায় ৮৪ কোটি ৭৭ লাখ ৫৭ হাজার ৫৭২ টাকা সন্দেহজনক লেনদেন করেছেন।
এমন অভিযোগের ভিত্তিতে আদালত তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আদেশ প্রদান করেন।