শনিবার,২৫শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » পল্লী উন্নয়ন বোর্ডকে অধিদপ্তরে পরিণত করার উদ্যোগ নেয়া হয়েছে


পল্লী উন্নয়ন বোর্ডকে অধিদপ্তরে পরিণত করার উদ্যোগ নেয়া হয়েছে


পূর্বাশা বিডি ২৪.কম :
০৬.০১.২০২৫

পল্লী উন্নয়ন বোর্ডকেপল্লী উন্নয়ন বোর্ডকে অধিদপ্তরে পরিণত করার উদ্যোগ নেয়া হয়েছে

ডেস্ক রিপোর্ট:

পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, বাংলাদেশের গ্রামীণ মানুষের জীবনমান উন্নয়ন এবং দারিদ্র্য বিমোচনে বৃহৎ পরিসরে কার্যকরভাবে কাজ করার জন্য পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) কে অধিদপ্তরে রূপান্তরিত করা হবে।

আজ সোমবার ঢাকায় বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড আয়োজিত দুই দিনব্যাপী উপ-পরিচালক সম্মেলন ২০২৫ এর উদ্বোধনী অনুষ্ঠানে বিআরডিবির সম্মেলন কক্ষে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদানকালে তিনি এই কথা বলেন।

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, জুলাই মাসে সংঘটিত গণঅভ্যুত্থানের মূল উদ্দেশ্য ছিল বাংলাদেশের গ্রামীণ ও প্রান্তিক জনগণের রাজনৈতিক, অর্থনৈতিক এবং সামাজিক মুক্তি। গ্রামীণ মানুষের জীবনমান উন্নয়নে বিআরডিবির গুরুত্বপূর্ণ ভূমিকা লক্ষ্যণীয়, এবং এই উদ্দেশ্যে বিআরডিবিকে শক্তিশালী করার জন্য অধিদপ্তরে পরিণত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

তিনি আরও বলেন, বিআরডিবির দাপ্তরিক কার্যক্রমে আরও দ্রুততা আনা প্রয়োজন। শূন্য পদগুলো পূরণ এবং পদোন্নতিযোগ্য পদগুলোতে দ্রুত পদোন্নতি প্রদানের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দেন তিনি। পাশাপাশি, চলমান প্রকল্পগুলোর কার্যক্রম দ্রুত বাস্তবায়ন এবং প্রস্তাবিত চারটি প্রকল্পের অনুমোদনের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানান তিনি।

উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া গ্রামীণ জনগণকে ঋণ সহায়তা এবং প্রশিক্ষণের মাধ্যমে স্বাবলম্বী করার লক্ষ্যে বিআরডিবির কর্মকর্তাদের নির্দেশনা প্রদান করেন। তিনি অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের ‘থ্রি-জিরো তত্ত্ব’ এবং ‘গ্রামীণ দারিদ্র্য দূরীকরণে’ একযোগে কাজ করার আহ্বান জানান।

বিআরডিবির অঙ্গীকার “উন্নত আত্মনির্ভরশীল পল্লী গড়ার” প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে বিআরডিবির মহাপরিচালক আ. গাফফার খানের সভাপতিত্বে বোর্ডের পরিচিতি ও কার্যক্রম নিয়ে পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করেন যুগ্ম-পরিচালক ফারুক আহমেদ জোয়ার্দ্দার।

বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব (রুটিন দায়িত্ব) মো. মোখলেছুর রহমান। সভায় পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিআরডিবির কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

 



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি