শনিবার,২৫শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ


ব্রাহ্মণবাড়িয়ায় চোরাচালানে অভিযুক্ত ৭ ভারতীয় নাগরিক আটক


পূর্বাশা বিডি ২৪.কম :
০৬.০১.২০২৫

ব্রাহ্মণবাড়িয়ায় চোরাচালানেব্রাহ্মণবাড়িয়ায় চোরাচালানে অভিযুক্ত ৭ ভারতীয় নাগরিক আটক

ডেস্ক রিপোর্ট:

ব্রাহ্মণবাড়িয়ায় ৭ জন ভারতীয় চোরাকারবারীকে গ্রেপ্তার করেছে বিজিবির সুলতানপুর ব্যাটালিয়নের (৬০ বিজিবি) সদস্যরা। সোমবার সকালে পৃথক অভিযানে ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার কুইয়াপানিয়া ও কালিকাপুর, কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার ফকিরমোড়া এবং গত শনিবার রাতে কসবা উপজেলার সালদানদী এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

সোমবার বিকেলে গণমাধ্যম কর্মীদের কাছে বিজিবির সুলতানপুর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল এ.এম. জাবের বিন জব্বার, পিএসসি, এসি স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, ভারতের ত্রিপুরা রাজ্যের সিপাহীজলা জেলার মধুপুর থানার নন্দকুমার পাড়ার মৃত নন্দলাল দেব বার্মার ছেলে দোজন দেব বার্মা-(৩৫), একই এলাকার মৃত সচীন্দ্র দেব বার্মার ছেলে তমে দেব বার্মা-(৩৩) ও মৃত রবি দেব বার্মার ছেলে বিমল দেব বার্মা- (৩৬), ভারতের সিপাহীজলা জেলার মধুপুর থানার মিয়া পাড়ার মৃত আলী মিয়ার ছেলে মোঃ বাদশা মিয়া-(৩০), ভারতের সিপাহীজলা জেলার বক্সনগর থানার নজরপোড়া গ্রামের মোঃ হোসেন মিয়া-(৫৮), সিপাহীজলা জেলার কলমছড়া থানার গৌরাঙ্গলা গ্রামের রাজু আহমেদ-(২৬) ও একই এলাকার সোহাগ হাসান-(২৫)।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার সকাল সাড়ে ১০ টায় কসবা উপজেলার সীমান্তবর্তী কুইয়াপানিয়া এলাকায় অভিযান চালিয়ে দোজন দেব বার্মা, তমে দেব বার্মা ও বিমল দেব বার্মাকে আটক কওে বিজিবির সদস্যরা। পরে পৃথক অভিযানে বেলা সাড়ে ১১টার সময় উপজেলার কালিকাপুর এলাকায় অভিযান চালিয়ে মোঃ বাদশা মিয়া এবং দুপুর সাড়ে ১২টার সময় কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার সীমান্তবর্তী ফকিরমোড়া এলাকায় অভিযান চালিয়ে মোঃ হোসেন মিয়াকে আটক করা হয়।

এদিকে গত শনিবার রাতে কসবা উপজেলার সালদানদী সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় নাগরিক রাজু আহমেদ ও এ সোহাগ হাসানকে গ্রেপ্তার করা হয়।

বিজিবির ৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এ এম জাবের বিন জব্বার জানান, আটককৃত ব্যক্তিদেরকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে জানা যায় তারা ভারত থেকে বাংলাদেশে চোরাচালানী পণ্য পাচারে সহায়তা করার উদ্দেশ্যে অবৈধভাবে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে। চোরাচালানের সাথে জড়িত থাকার অপরাধ ও পাসপোর্টবিহীন অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করার দায়ে তাদের বিরুদ্ধে আইনগত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ নেয়া হবে। গ্রেপ্তারকৃত ৬ জনকে ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানায় এবং ১ জনকে কুমিল্লা জেলার বুড়িচং থানায় সোপর্দ করা হয়।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি