৮ পরিচালক জুলাই বিপ্লব নিয়ে চলচ্চিত্র নির্মাণ করবেন
রক্তস্নাত জুলাই বিপ্লবকে কেন্দ্র করে চলচ্চিত্র নির্মাণের লক্ষ্যে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় আটজন চলচ্চিত্র পরিচালককে নির্বাচন করেছে। এই পরিচালকরা ‘রিমেম্বারিং মনসুন রেভ্যুলেশন’ শীর্ষক কর্মসূচির অধীনে দেশের আটটি বিভাগে মাঝারি দৈর্ঘ্যের আটটি চলচ্চিত্র নির্মাণ করবেন। এ প্রকল্পের আওতায় কর্মশালা পরিচালনার মাধ্যমে নতুন নির্মাতা ও প্রযুক্তিবিদদের প্রশিক্ষণ দেওয়া হবে।
মঙ্গলবার সচিবালয়ে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে নির্বাচিত পরিচালকদের নাম ঘোষণা করা হয়। সার্চ কমিটির সদস্য সুমন রহমান এই পরিচালকদের নাম ঘোষণা করেন। এ সময় সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী উপস্থিত ছিলেন।
সুমন রহমান বলেন, সার্চ কমিটি এমন আটজন পরিচালক নির্বাচন করেছে যারা আগামী বছর দেশের আটটি বিভাগীয় শহরে চলচ্চিত্রবিষয়ক কর্মশালা পরিচালনা করবেন। প্রশিক্ষণপ্রাপ্ত ব্যক্তিদের নিয়ে তারা আটটি চলচ্চিত্র নির্মাণ করবেন।
নির্বাচিত পরিচালকদের মধ্যে রয়েছেন অনম বিশ্বাস, হুমায়রা বিলকিস, শঙ্খ দাশগুপ্ত, শাহীন দিল রিয়াজ, রবিউল আলম রবি, তাসমিয়াহ আফরিন মৌ এবং মো. তাওকীর ইসলাম।
সুমন রহমান বলেন, এই উদ্যোগের মাধ্যমে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় দুটি মূল লক্ষ্য পূরণ করতে চায়। প্রথমত, চলচ্চিত্র নির্মাণ প্রক্রিয়ার সঙ্গে দেশের বিভিন্ন অঞ্চলের আগ্রহী তরুণদের সম্পৃক্ত করা। দ্বিতীয়ত, প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত দক্ষতাকে সরাসরি কাজে লাগানোর সুযোগ তৈরি করা।
তিনি আরও বলেন, এই কর্মশালা এবং চলচ্চিত্র নির্মাণের ক্ষেত্রে কোনো নির্দিষ্ট কাঠামো বা নিয়ম বেঁধে দেওয়া হয়নি। এতে পরিচালকদের নিজস্ব সৃজনশীলতা ও পদ্ধতি প্রয়োগ করার সুযোগ থাকবে। আমরা আশা করছি, এই চলচ্চিত্রগুলো শৈল্পিক, রাজনীতিমনস্ক ও বৈপ্লবিক ভাবনার প্রতিফলন ঘটাবে।
সুমন বলেন, বাংলাদেশের মানুষ যে দীর্ঘ দুঃসময় এবং রক্তস্নাত জুলাই বিপ্লব পেরিয়ে এসেছে, তার শৈল্পিক ভাষ্য এসব চলচ্চিত্রে উঠে আসবে। ঢাকার বাইরের বিশাল জনগোষ্ঠীকে চলচ্চিত্র নির্মাণ প্রক্রিয়ার সঙ্গে যুক্ত করাও এই প্রকল্পের অন্যতম উদ্দেশ্য।
কর্মশালায় অংশগ্রহণের জন্য প্রতিটি বিভাগে একটি গুগল ফর্মের মাধ্যমে আবেদন গ্রহণ করা হবে। সংশ্লিষ্ট বিভাগের পরিচালকরা আবেদনকারীদের নির্বাচন করবেন।
সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী বলেন, পরিচালকদের নির্বাচনের ক্ষেত্রে আমরা তাদের পূর্ববর্তী কাজের সংখ্যার চেয়ে কাজের গুণগত মানকে বেশি গুরুত্ব দিয়েছি। আমরা দেখেছি তাদের মধ্যে সৃজনশীলতার আগুন আছে কি না।
তিনি আরও বলেন, এই পরিচালকরা জানেন যে তাদের কাজের দিকে পুরো বাংলাদেশ তাকিয়ে আছে। তাদের নির্মিত চলচ্চিত্রগুলো যেন মানুষের মনে দাগ কাটে এবং আগামী দিনের চলচ্চিত্রের দিকনির্দেশনা দেয়, সেই প্রত্যাশা রয়েছে। এ কাজের ক্ষেত্রে পরিচালকরা পূর্ণ স্বাধীনতা পাবেন এবং কোনো প্রাতিষ্ঠানিক বাধ্যবাধকতা তাদের কাজে বিঘ্ন ঘটাবে না।
সরকার এই চলচ্চিত্র নির্মাণ প্রক্রিয়ার পূর্ণ আর্থিক সহায়তা দেবে বলে জানিয়েছেন ফারুকী। পরিচালকদের সাথে আলোচনা করে চলচ্চিত্র নির্মাণের ব্যয় নির্ধারণ করা হবে। ২০২৫ সালের জুনের মধ্যে চলচ্চিত্র নির্মাণ কাজ শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।