শনিবার,২৫শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের বদলি প্রক্রিয়া শুরু: শিক্ষা উপদেষ্টা


বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের বদলি প্রক্রিয়া শুরু: শিক্ষা উপদেষ্টা


পূর্বাশা বিডি ২৪.কম :
০৮.০১.২০২৫

বেসরকারি এমপিওভুক্তবেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের বদলি প্রক্রিয়া শুরু: শিক্ষা উপদেষ্টা

ডেস্ক রিপোর্ট:

পরিকল্পনা ও শিক্ষা উপদেষ্টা ড. ওয়াহিদ উদ্দিন মহামুদ বলেছেন, বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের বদলির প্রক্রিয়া শুরু করা হচ্ছে এবং এটি স্বয়ংক্রিয়ভাবে পরিচালিত হবে। এই প্রক্রিয়ায় নারী-পুরুষ এবং বাড়িসহ অন্যান্য সুযোগ-সুবিধা বিবেচনায় নেয়া হবে। তিনি আরও বলেন, মহার্ঘভাতার বিষয়টি তার কাজের মধ্যে অন্তর্ভুক্ত নয়, বরং মৌলিক কাজগুলো তিনি গুরুত্বের সঙ্গে বাস্তবায়ন করছেন। এছাড়া, ইতোমধ্যে ৫৫টি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ সম্পন্ন করেছেন, যা ছিল একটি চ্যালেঞ্জিং কাজ।

বুধবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠক শেষে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। ব্রিফিংটি রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।

উপদেষ্টা আরও বলেন, করোনা ও গণঅভ্যুত্থানের কারণে বাংলাদেশের দীর্ঘমেয়াদি ক্ষতি হয়েছে, বিশেষ করে জনসংখ্যা ও বয়স কাঠামোর ক্ষেত্রে। বর্তমানে বাংলাদেশ মধ্য বয়সী জনসংখ্যার সুবিধা ভোগ করছে, তবে ১০ বছরের মধ্যে এই বয়স কাঠামো পরিবর্তিত হবে এবং সেই সময় জনগণের বয়স বাড়তে থাকবে। এর ফলে চিকিৎসা খরচ বৃদ্ধি পাবে। তবে, সুশাসিত গণতান্ত্রিক শাসন প্রতিষ্ঠা হলে এই ক্ষতি মোকাবিলা করা সম্ভব হবে। এ কারণে অন্তর্বর্তী সরকারের মূল লক্ষ্য হওয়া উচিত একটি সুস্থ গণতান্ত্রিক ব্যবস্থার ভিত্তি রচনা করা।

তিনি জানান, চলতি অর্থবছরের প্রথম ৬ মাসে এডিপি (বার্ষিক উন্নয়ন পরিকল্পনা) এর আওতায় খরচ হয়েছে ৪০ হাজার কোটি টাকা, যেখানে গত অর্থবছরের একই সময়ে খরচ হয়েছিল ৬২ হাজার কোটি টাকা। এর ফলে এডিপি বাস্তবায়নে কিছুটা হ্রাস হয়েছে, কারণ অনেক প্রকল্প যাচাই-বাছাই করা হচ্ছে।

ড. ওয়াহিদ উদ্দিন মহামুদ আরও বলেন, রপ্তানি আবারও গতি ফিরে পেয়েছে এবং রেমিট্যান্সের প্রবাহ বেড়েছে, যা একটি আশাব্যঞ্জক খবর। যদিও মূল্যস্ফীতি কিছুটা কমেছে, তবে এটি পুরোপুরি কমানো যায়নি। মূল্যস্ফীতি এখনও বাড়ছে, যার কারণে দিনমজুরদের ওপর চাপ পড়ছে এবং মধ্যবিত্ত শ্রেণীও চাপে রয়েছে। তিনি বলেন, ২০১০ সাল থেকে কোনো বছরেই মার্চের আগে বই বিতরণ হয়নি, তবে এবার তা দ্রুততম সময়ের মধ্যে সম্পন্ন করা হয়েছে। তিনি আরও বলেন, বাংলাদেশের ৫০ বছরের ইতিহাস বিতর্কিত হয়েছে, তবে রংপুরের আবু সাঈদের মৃত্যুর তারিখ ভুল হওয়ার বিষয়ে ব্যাপক আলোচনা হয়েছে। তিনি জানান, ভুলভ্রান্তি হতে পারে, তবে সেগুলি সংশোধন করা হবে।

শেষে, তিনি দেশের নদী ব্যবস্থাপনা নিয়ে একটি পর্যালোচনা ও পরিকল্পনা তৈরি করার কথা জানান, বিশেষত জলবায়ু পরিবর্তনের ক্ষতির বিষয়ে বিশ্বাসযোগ্য তথ্য-উপাত্ত সংগ্রহের প্রয়োজনীয়তার ওপর জোর দেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি