জিয়া অরফানেজ মামলার শুনানি আগামী মঙ্গলবার পর্যন্ত মুলতবি
জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ১০ বছরের সাজার বিরুদ্ধে আপিলের শুনানি শেষ হয়েছে। তবে মামলার অপর এক আসামির আপিল বিচারাধীন থাকায় আপিল বিভাগ আগামী মঙ্গলবার (১৪ জানুয়ারি) পর্যন্ত শুনানি মুলতবি করেছেন।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে আপিল বিভাগে এ শুনানি শুরু হয়। মধ্যাহ্ন বিরতির পর দুপুর সোয়া ১টা পর্যন্ত এ শুনানি চলে।
শুনানিতে বেগম খালেদা জিয়ার আইনজীবীরা দাবি করেন, তাকে মিথ্যা ও রাজনৈতিক উদ্দেশ্যে মামলায় জড়ানো হয়েছে। এ সময় তার আইনজীবী ব্যারিস্টার কায়সার কামাল আবেগপ্রবণ হয়ে পড়েন।
অন্যদিকে দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবীরা শুনানিতে বলেন, মামলার নথিতে কোনো দুর্নীতি বা অনিয়মের প্রমাণ পাওয়া যায়নি।
শুনানি শেষে আদালত জানায়, মামলার অপর এক আসামির আপিল এখনো শুনানির জন্য প্রস্তুত নয়। এ কারণে আগামী ১৪ জানুয়ারি পর্যন্ত শুনানি স্থগিত করা হয়।
এর আগে গত ১১ নভেম্বর আপিল বিভাগ বেগম খালেদা জিয়ার ১০ বছরের সাজার বিরুদ্ধে লিভ টু আপিল মঞ্জুর করেন এবং তার সাজা স্থগিত করেন। আদালত একইসঙ্গে আপিলের সারসংক্ষেপ দুই সপ্তাহের মধ্যে দাখিলের নির্দেশ দেন।
৫ আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর বেগম খালেদা জিয়ার মুক্তির সিদ্ধান্ত নেওয়া হয়। পরদিন রাষ্ট্রপতির কার্যালয় থেকে প্রজ্ঞাপন জারি করে তার সাজা মওকুফ করা হয়।
তবে বেগম খালেদা জিয়ার আইনজীবীরা জানান, বিএনপি নেত্রী রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাইতে চান না। তিনি আইনি প্রক্রিয়ার মাধ্যমে মামলার নিষ্পত্তি চান। এরপর দুর্নীতির দুই মামলায় তার সাজার বিরুদ্ধে আইনি লড়াই শুরু হয়।