শনিবার,২৫শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ


এখনো সারাদেশে শতভাগ বই বিতরণ সম্ভব হয়নি: উপদেষ্টা


পূর্বাশা বিডি ২৪.কম :
১০.০১.২০২৫

এখনো সারাদেশে শতভাগ বই বিতরণএখনো সারাদেশে শতভাগ বই বিতরণ সম্ভব হয়নি: উপদেষ্টা

ডেস্ক রিপোর্ট:

প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা বিধান রঞ্জন রায় পোদ্দার জানিয়েছেন, পাঠ্যবই পরিমার্জন করার কারণে এখনো সারা দেশে শতভাগ বই বিতরণ সম্ভব হয়নি। তবে নতুন বই তৈরির কাজ ইতোমধ্যে শুরু হয়েছে, ফলে আগামী বছরে শিক্ষার্থীরা বছরের প্রথম দিনেই নতুন বই হাতে পাবে।

শুক্রবার (১০ জানুয়ারি) দুপুরে সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার বিশ্বেশ্বরী পাবলিক উচ্চ বিদ্যালয় ও কলেজের শতবর্ষ উদযাপন উপলক্ষে আয়োজিত পুনর্মিলনী অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

বিধান রঞ্জন রায় জানান, প্রাথমিক পর্যায়ে প্রথম থেকে তৃতীয় শ্রেণির বই ইতোমধ্যেই শতভাগ বিতরণ করা হয়েছে। তবে চতুর্থ ও পঞ্চম শ্রেণির বই এখনো পুরোপুরি বিতরণ করা সম্ভব হয়নি। তিনি আশ্বাস দেন যে, জানুয়ারি মাসের মধ্যেই সারা দেশে প্রাথমিক শিক্ষার্থীদের কাছে শতভাগ বই পৌঁছে দেওয়া হবে।

হাওর অঞ্চলের শিক্ষার মান উন্নয়ন প্রসঙ্গে উপদেষ্টা বলেন, হাওরের দুর্গম এলাকায় শিক্ষকদের নিয়োগ এবং অবস্থানের ব্যবস্থা নিশ্চিত করা হবে। শিক্ষকদের বিভিন্ন সমস্যাগুলো চিহ্নিত করে দ্রুত সমাধান করা হবে। পাশাপাশি ঝরে পড়া শিক্ষার্থীদের বিদ্যালয়মুখী করতে হাওর অঞ্চলে মিড ডে মিল কার্যক্রম চালুর পরিকল্পনাও নেওয়া হয়েছে।

পুনর্মিলনী অনুষ্ঠানে দিনব্যাপী নানা আয়োজনের মাধ্যমে প্রাক্তন শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। এতে প্রায় সহস্রাধিক প্রাক্তন শিক্ষার্থী উপস্থিত হয়ে উদযাপন করেন বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি