শিক্ষকরা রাজনীতিতে জড়ালে ব্যবস্থা নেওয়া হবে: গণশিক্ষা উপদেষ্টা
প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, শিক্ষকরা রাজনীতিতে জড়াতে পারবেন না। যদি তারা রাজনীতিতে জড়ান, তাহলে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
আজ শনিবার সকালে জাতীয় প্রাথমিক শিক্ষা অ্যাকাডেমি (নেপ) ময়মনসিংহে দশম গ্রেডের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা আরও বলেন, শিক্ষায় গুণগতমান বৃদ্ধিতে কাজ করছে সরকার, যার জন্য কারিকুলাম ও পরীক্ষা পদ্ধতিতে পরিবর্তন আনা হয়েছে। তিনি বলেন, শিশুদের সামগ্রিক বিকাশের জন্য শুধুমাত্র বইয়ের ওপর নির্ভর করলে ফলাফল ভালো হবে না। তাদের শারীরিক ও মানসিক বিকাশের জন্য পড়াশোনার পাশাপাশি খেলাধুলা এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণের গুরুত্ব রয়েছে। এ ক্ষেত্রে শিক্ষকদের এবং অভিভাবকদের মধ্যে সচেতনতা সৃষ্টি করা প্রয়োজন।
ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার জানান, বাচ্চাদের পড়াশোনার মান বৃদ্ধি এবং খরচ কমানোর জন্য বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে রেজিস্ট্রেশনের আওতায় আনা হচ্ছে। তিনি বলেন, কিছু ক্লাসে বই সরবরাহে বিলম্ব হয়েছে, তবে জানুয়ারির মধ্যে চতুর্থ ও পঞ্চম শ্রেণির বই সরবরাহ করা হবে।
তিনি আরও বলেন, প্রাথমিক শিক্ষায় সরকারের পলিসি জনমত অনুযায়ী তৈরি হবে। চরাঞ্চল ও দুর্গম এলাকার বাচ্চাদের জন্য শিক্ষা প্রতিষ্ঠানের সুবিধা কী হবে, তা স্থানীয়দের মতামতের ওপর নির্ভর করবে। শুধু অর্থনৈতিক উন্নতি নয়, শিক্ষার সমাজের উপকারিতা বিষয়টিও গুরুত্বপূর্ণ।
ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেন, ‘আমরা প্রাথমিক পর্যায়ে লাইব্রেরির অভ্যাস গড়ে তুলতে পারি। শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য বাড়তি বই পড়া খুবই গুরুত্বপূর্ণ। প্রয়োজনে বাইরে থেকে সেবা, মালামাল ক্রয় বা সরবরাহ করা হতে পারে।’
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের বিভাগীয় উপপরিচালক মো. জালাল উদ্দিনের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক আবু নূর মো. শামসুজ্জামান, জাতীয় প্রাথমিক শিক্ষা অ্যাকাডেমির (নেপ) মহাপরিচালক ফরিদ আহমদ, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক মো. লুৎফুর রহমান, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উপপরিচালক মো. ফরহাদ আলম প্রমুখ।
এছাড়া দিনব্যাপী এই কর্মশালায় ময়মনসিংহ বিভাগের প্রাথমিক শিক্ষার বিভিন্ন পর্যায়ের অর্ধ-শতাধিক কর্মকর্তা অংশগ্রহণ করেন।