অন্তর্বর্তী সরকারের শপথের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিট খারিজ
বাংলাদেশের সংবিধানের ১০৬ অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্টের মতামত নিয়ে অন্তর্বর্তী সরকার যে শপথ নিয়েছেন, তা চ্যালেঞ্জ করে দায়ের করা রিট খারিজ করেছে হাইকোর্ট।
সোমবার (১৩ জানুয়ারি) বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি শিকদার মো. মাহমুদুর রাজী’র হাইকোর্ট বেঞ্চ এই রিট খারিজ করে এ পর্যবেক্ষণ দিয়েছেন।
আদালত বলেছেন, “বাংলাদেশের জনগণ অন্তর্বর্তী সরকারকে বৈধ বলে মেনে নিয়েছে, সুতরাং এ নিয়ে বিতর্কের অবকাশ নেই। তদুপরি আন্তর্জাতিক মহলও অন্তর্বর্তী সরকারকে বৈধতা দিয়েছে, তাই এ বিষয়ে প্রশ্ন তোলার সুযোগ নেই।”
রিটের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট মহসীন রশিদ।
এর আগে, আইনজীবী মহসীন রশিদ সংবিধানের ১০৬ অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্টের মতামতের ভিত্তিতে অন্তর্বর্তী সরকারের শপথ গ্রহণ চ্যালেঞ্জ করে রিট দায়ের করেছিলেন।