সোমবার,১০ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ


প্রভোস্টের হাত ধরে বদলে যাচ্ছে কুবির দত্ত হল


পূর্বাশা বিডি ২৪.কম :
১৪.০১.২০২৫

প্রভোস্টের হাত ধরে বদলেপ্রভোস্টের হাত ধরে বদলে যাচ্ছে কুবির দত্ত হল

ফয়সাল মিয়া, কুবি:

এক সময়ে সমস্যায় জর্জরিত কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলের নতুন প্রাধাক্ষ্য মো: জিয়া উদ্দিনের হাতে নতুন প্রাণ পেয়েছে। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের রাজনীতির আতুড় ঘর নামে খ্যাত হলটিতে পর্যাপ্ত আলো, লাইট, ফ্যান ও ছাদ পরিত্যক্ত থাকায় মাদকের স্বর্গ রাজ্য হয়ে উঠেছিল। কিন্তু নতুন প্রাধাক্ষ্য দায়িত্ব নেওয়ার পর অল্প সময়ের মধ্যেই এসব সমস্যা সমাধান করতে সক্ষম হয়।

জানা যায়, শিক্ষার্থীদের আবাসন সংকট নিরসনের জন্য ২০১০ সালে সমতল থেকে প্রায় ২০০ ফুট উঁচুতে উত্তর-দক্ষিণ ও পূর্ব-পশ্চিমে দুটি ব্লক নিয়ে শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হল উদ্বোধন করা হয়। এ হলের দুই ব্লকে ২০ টি করে মোট ৪০ টি কক্ষে প্রায় ২০০’র অধিক শিক্ষার্থী রয়েছে । হল বিষয়ে কথা হয় শিক্ষার্থীদের সাথে।

শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলের আবাসিক শিক্ষার্থী শিহাব আহমেদ জানান,” নতুন হল প্রভোষ্ট হলের সমস‍্যাগুলো শনাক্ত করে দক্ষতার সাথে সমস্যা সমাধান করেছেন। মাদক নির্মূল,ওয়াটার ফিল্টার স্থাপন, রুমের লাইট, ফ‍্যান ও স্থায়ী সমস‍্যাগুলো দ্রুতসময়ের মধ্যে সমাধান করেছেন। শিক্ষার্থীদের জন‍্য খেলার মাঠ তৈরি,ইনডোর গেমস আয়োজন এবং সকল ইক‍্যুয়েপমেন্ট এর ব‍্যাবস্থা করে হলের সুন্দর পরিবেশ তৈরি করেছেন। হলের শিক্ষার্থীদের নিয়মিত একটা সমস‍্যা ছিল ডাইনিং প্রবলেম। তিনি আসার পর ডাইনিং নিয়মিত চলু ছিল এবং ডাইনিং তেমন বন্ধ হয় নাই। তিনি প্রায়ই শিক্ষার্থীদের রুমে গিয়ে খোঁজ খবর নেন এবং কোনো সমস‍্যা থাকলে তা সমাধান করেন।”

এ বিষয়ে হল শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলের প্রাধাক্ষ্য মো: জিয়া উদ্দিন জানান, ” আমি শুধু হলে অবস্থানরত শিক্ষার্থীদের মৌলিক প্রয়োজনগুলো যা না হলেই নয় সেগুলো এনসিউর করার চেষ্টা করেছি। আমি যখন হলে এসেছিলাম তখন হলের প্রত্যেকটি ফ্লোরে ও ছাত্রদের রুমে লাইট ছিল না । এই সমস্যাগুলো আমি চেষ্টা করেছি খুব কম সময়ের মধ্যে সমাধান করতে। ছাত্ররা যখন একসাথে থাকে স্বাস্থ্যগত বিভিন্ন সমস্যা থাকে। বিভিন্ন ছোয়াঁছে রোগের সৃষ্টি হয়, যার প্রধান কারণ হলো বিশুদ্ধ পানি। তাই আমার দায়িত্ববোধের জায়গা থেকে বিশুদ্ধ পানির জন্য একটি ফিল্টার স্থাপন করছি।

হলের পরিবেশ সম্পর্কে তিনি জানান, একটা হলে ২৫০/২০০ জন আবাসিক শিক্ষার্থী থাকেন। স্বাভাবিকভাবে হলের সামনের পিছনের জায়গাগুলো নিয়মিত পরিষ্কার না হলে হলের পরিবেশটা নষ্ট হয়ে যায়।তাই পড়াশোনার পরিবেশ তৈরি করার লক্ষ্যে আমি প্রতিনিয়ত মনিটরিং করেছি যেন হলের আশপাশের এরিয়াগুলো পরিষ্কার পরিচ্ছন্ন থাকে । আমরা চেষ্টা করছি একটা সুন্দর পরিবেশ শিক্ষার্থীদের উপহার দেওয়ার জন্য। খাবারটা উচ্চমানের না হোক নিম্নমানের যেন না হয় সেদিকে খেয়াল রাখার চেষ্টা করেছি।

হলে মাদক বিষয়ক এক প্রশ্নের জবাবে তিনি জানান, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে মাদক একটি ভয়াবহ আকার ধারন করেছে।আমরা বিভিন্ন সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুতে তা দেখতে পাই। আমরা অন্ততপক্ষে তাদের মাদক থেকে কিভাবে দূরে রাখা যায় এবং ভাল কিছু দিয়ে ব্যস্ত রাখা যায় তার জন্য ব্যাটমিনটন মাঠ করেছি এবং হলের বিভিন্ন ধরনের খেলার আয়োজন করেছি। হলের রুমগুলোতে পরিদর্শন বাড়িয়ে দিয়েছি এতে শিক্ষার্থীরা মাদক থেকে কিছুটা দূরে সরে এসেছে বা হলে মাদক সেবন করতে পারছে না। প্রভোস্ট আরো জানান, আমি হলের আবাসিক শিক্ষার্থীদের সাপোর্ট পেয়েছি বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন সবসময় আমার অনুকূলে ছিল। স্বল্প বাজেটের মাধ্যমে কিভাবে শিক্ষার্থীদের ভাল কিছু উপহার দেওয়া যায় সেটা চেষ্টা করেছি।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি