বৃহস্পতিবার,১৩ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ


কুমিল্লায় আন্ত: কলেজ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন


পূর্বাশা বিডি ২৪.কম :
১৫.০১.২০২৫

কুমিল্লায় আন্ত: কলেজ ফুটবল টুর্নামেন্টকুমিল্লায় আন্ত: কলেজ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

হাবিবুর রহমান মুন্না:

তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে কুমিল্লা জেলা পর্যায়ে আন্ত: কলেজ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন হয়েছে। উদ্বোধনী খেলায় কুমিল্লা বুড়িচংয়ের কালিকাপুর আব্দুল মতিন খসরু কলেজ ৬-০ গোলে কুমিল্লা শিক্ষা বোর্ড মডেল সরকারি কলেজকে হারিয়েছে।দ্বিতীয় ম্যাচে বুড়িচং আব্দুল মতিন খসরু কলেজ ৩-১ গোলে বুড়িচং সোনার বাংলা কলেজকে হারিয়েছে।

বুধবার (১৫ জানুয়ারি) সকাল ১০ টায় কুমিল্লা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে এই টুর্নামেন্টের উদ্বোধন করেন কুমিল্লা জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি আমিরুল কায়ছার। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খান।

উদ্বোধনী অনুষ্ঠানে কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও টুর্নামেন্ট কমিটির আহবায়ক পঙ্কজ বড়ুয়ার সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন কুমিল্লা জেলা ক্রীড়া কর্মকর্তা ও ও জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব সুমন কুমার মিত্র।

এ সময় আরো উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম চপল, কোতোয়ালি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মহিনুল ইসলাম, কুমিল্লা জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের কোষাধ্যক্ষ সাইফুল আলম বাবু, ফুটবল কোচ তুহিন, শাহীন প্রমুখ।

উদ্বোধন অনুষ্ঠানে সঞ্চালনা করেন ক্রীড়া সংগঠক বদরুল হুদা জেনু।

এই টুর্নামেন্ট ১২টি শিক্ষা প্রতিষ্ঠানের দল অংশগ্রহণ করছেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি