অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দিয়েছেন চারটি সংস্কার কমিশনের প্রধান।
তারা হলেন— সংবিধান সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক ড. আলী রিয়াজ, নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ড. বদিউল আলম মজুমদার, পুলিশ প্রশাসন সংস্কার কমিশনের প্রধান সরফরাজ হোসেন এবং দুর্নীতি দমন কমিশন সংস্কার কমিশনের প্রধান ড. ইফতেখারুজ্জামান।
বুধবার বেলা সাড়ে ১১টায় প্রধান উপদেষ্টার কার্যালয়ে চারটি সংস্কার প্রতিবেদন জমা দেওয়ার পর, প্রতিবেদনগুলোর সারসংক্ষেপ তুলে ধরে একটি বৈঠক অনুষ্ঠিত হয়।
আলোচনার শুরুতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সংশ্লিষ্টদের সংস্কার কমিশনের প্রতিবেদন তৈরির গুরু দায়িত্ব পালনের জন্য ধন্যবাদ জানান।
তিনি বলেন, “এটা শুধু আনুষ্ঠানিকতা নয়, এটি একটি ঐতিহাসিক মুহূর্ত। বহু ধরনের রিপোর্ট তৈরি হয়, কমিটি গঠন করা হয়, রিপোর্ট আসে, গ্রহণ করে আনুষ্ঠানিকতা পালন করা হয়। কিন্তু আজকের আনুষ্ঠানিকতা সেগুলোর অনেক ঊর্ধ্বে।”
ড. ইউনূস বলেন, “আজকের ঘটনাটি ইতিহাসের অংশ হয়ে থাকবে। কারণ ইতিহাসের প্রবাহ থেকে এই কমিশনগুলোর সৃষ্টি হয়েছে। একটি ধ্বংসপ্রাপ্ত জাতির হঠাৎ পুনরুত্থান ঘটেছে, মাথা চাড়া দিয়ে উঠেছে, সেখান থেকেই ইতিহাসের সৃষ্টি হয়েছে। আজকের এই অনুষ্ঠান সেই ইতিহাসের অংশ।”
প্রধান উপদেষ্টা আরও বলেন, “আমরা কি সেই ইতিহাস ধারণ করতে পারছি, সামনে নিয়ে যেতে পারছি? আমাদের সেই ইতিহাসের অঙ্গীকার পূরণ করতে পারছি কি না, আমাদের জনগণের মনোভাব ও স্বপ্নকে ধারণ করতে পারছি কি না, সেটাই মূল বিষয়। আজকের দিনের এই যাত্রা সেই ঐতিহাসিক ঘটনা প্রবাহে অংশ নেয়ার সূচনা। একটি নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে এর কাঠামো রচনার দায়িত্ব আপনাদের হাতে ছিল। আমাদের যে স্বপ্ন ছিল এবং সেই স্বপ্নের রূপরেখা আপনি তুলে ধরেছেন। যে স্বপ্ন নিয়ে জাতির পুনরুত্থান হয়েছে, আমরা কি সেই স্বপ্ন ধারণ করতে পারছি, সেটাই আমাদের লক্ষ্য। এটা এখানেই শেষ নয়, বরং এটি একটি নতুন অধ্যায়ের সূচনা।”
ড. ইউনূস আরও বলেন, “সংস্কার কমিশনের প্রতিবেদনের মাধ্যমে আপনি আলোচনা শুরু করেছেন। এই আলোচনায় কিভাবে সবাই ঐক্যমত্যে পৌঁছাবে, সেই আলোচনার মধ্য দিয়ে নতুন বাংলাদেশের চার্টার তৈরি হবে। সেই চার্টারটি ঐক্যমত্যের ভিত্তিতে হবে। নির্বাচন হবে, সবকিছু হবে, তবে ইতিহাসের অংশ হিসেবে চার্টারটি আমাদের জাতীয় কমিটমেন্ট।”
তিনি বলেন, “আমরা আশা করি, সকল দল এই চার্টারে স্বাক্ষর করবে। এটি হবে আমাদের জাতীয় সনদ, যেটি বুকে ধারণ করে আমরা অগ্রসর হব। যত দ্রুত সম্ভব এবং যতটা সম্ভব, আমরা এটি বাস্তবায়ন করতে থাকব। ভবিষ্যতে যেই নির্বাচন হবে, সেটিও এই চার্টারের ভিত্তিতে অনুষ্ঠিত হবে এবং তা ঐকমত্যের সরকারের মাধ্যমে হবে। আমরা এই চার্টারকে ধরে রাখব এবং এর ধারাবাহিকতা বজায় রাখতে চাই, যা খুবই গুরুত্বপূর্ণ।